নদিয়ার বাঙ্কারে ৬২ হাজার নিষিদ্ধ কফ সিরাপ, চোরাচালানকারীদের কড়া বার্তা বিএসএফ-এর

Published : Jan 25, 2025, 08:23 PM IST
NADIA

সংক্ষিপ্ত

শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের হদিশ পাওয়া গিয়েছে। শনিবার সকাল থেকে বাগানের ভিতর পাওয়া ওই বাঙ্কারগুলি মাটির ভিতর থেকে তোলা হয়। 

নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের আন্ডারগ্রাইন্ড বাঙ্কার (Underground Banker) খুঁজে বার করে একটি বড় সাফল্য পেয়েছিল বিএসএফ (BSF)। কিন্তু সেই বাঙ্কার থেকে যা উদ্ধার হল তা হতাশ করল নিরাপত্তাক্ষীদের। কারণ সেই বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬২ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বা তারও বেশি। এই অভিযান পাচারকারীদের মুখোশ খুলে দিয়েছে। এমনই দাবি করেছে বিএসএফ।

শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের হদিশ পাওয়া গিয়েছে। শনিবার সকাল থেকে বাগানের ভিতর পাওয়া ওই বাঙ্কারগুলি মাটির ভিতর থেকে তোলা হয়। এদিন জানা গিয়েছে মোট চারটি বাঙ্কার বাগানের মধ্যে তৈরি করা হয়েছিল। দক্ষিণ বেঙ্গল সীমান্তে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এই অভিযান চালিয়েছিল। দুই দিন ধরে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালান হয়। বিএসএফ অফিসাররাও এদিন ঘটনাস্থলে ছিলেন।

আরজি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নতুন সংগঠন তৈরির পথে তৃণমূল কংগ্রেস, মাথায় থাকছেন শশী পাঁজা

বনের ভিতর উদ্ধার হওয়া তিনটি বাঙ্কারে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ পাওয়া যায়। সেখানে একটি টিনের ঘরও ছিল। সেই ঘরের ভিতরে আরও একটি নতুন বাঙ্কার তৈরির কাজ চলছিল বলে বিএসএফ সূত্রের খবর। তিনটি বাঙ্কারের ভিতরেই পাওয়া গিয়েছে প্রচুর কফ সিরাফ। বিএসএফ সূত্রের খবর, মোট ৬২ হাজার ২০০ টি কফ সিরাপের বোতল। যার বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ ৫৯ হাজার টাকা। বাংলাদেশে এই বিপুল পরিমাণ কফ সিরাপ পাচার হওয়ার সম্ভাবনা ছিল। বাঙ্কার , কফ সিরাপ উদ্ধার হলেও পাচারকারীদের গ্রেফতার করা যায়নি। সূত্রের খবর পাচারকারীদের খোঁজ চলছে।

৩০০০ টাকা কাটমানি দিয়েও রূপশ্রীর টাকা হাতে পাননি, দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ

আগামী দিনে তল্লাশি চালান হবে। চোরা চালানকারীদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ ও জওয়ানরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?