সংক্ষিপ্ত
আগামী সোমবার প্রেস ক্লাব থেকে তৃণমূল কংগ্রেসের নতুন চিকিৎসক গঠনের সূচনা হতে পারেও বলেও সূত্রের খবর। এই সংগঠনের চেয়ারপার্সন করা হতে পরে শশী পাঁজাকে।
আর মাত্র এক বছর পরেই রাজ্য বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে ঘর গোছাতে মরিয়া তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই পরিস্থিতিতে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে শাসক দলের। কারণ আরজি কর কাণ্ডের পরই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ড। যাতে কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। এই অবস্থাতেই ক্ষত মেরামতি করতে তৎপর ঘাসফুল শিবির। এবার রাজ্যের একটি বড় অংশের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হবে এই নতুন সংগঠন। যার শীর্ষে থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।
আগামী সোমবার প্রেস ক্লাব থেকে তৃণমূল কংগ্রেসের নতুন চিকিৎসক গঠনের সূচনা হতে পারেও বলেও সূত্রের খবর। এই সংগঠনের চেয়ারপার্সন করা হতে পরে শশী পাঁজাকে। সংগঠনের নাম হতে পারে 'প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন'। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের এই সংগঠনের সদস্য করা হবে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারেন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর! ভোটের আগেই টাকার সঙ্গে বাড়ছে উপভোক্তার সংখ্যাও
যদিও তৃণমূল কংগ্রেসের চিকিৎসকদের একটি সংগঠন রয়েছে। সেটির নাম 'প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন'। এটির সদস্য শুধুমাত্র চিকিৎসকরাই। তাই এবার চিকিৎসাক্ষেত্রে বৃহত্তর দিকেই নজর দিচ্ছে শাসকদল। স্বাস্থ্যকাতে যুক্ত সকলকে নিয়েই তৈরি হচ্ছে নতুন সংগঠন।
৩০০০ টাকা কাটমানি দিয়েও রূপশ্রীর টাকা হাতে পাননি, দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ
তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যেভাবে প্রতিটি পদে রাজ্য সরকারকে বিব্রত করা হয়েছে তা ভালভাবে দেখেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি মোকাবিলা করতে দিয়ে অনেক সময় শাসকদলের নেতারা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যাতে আর দ্বিতীয়বার না পড়তে হয় তার জন্যই নতুন সংগঠন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও ঘাসফুল সূত্রের খবর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।