'মমতা মুখ সামলে থাকুন, খারাপ কথা বললে সব ফাঁস করে দেব', চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Published : May 16, 2024, 11:46 AM IST
BJP leader Suvendu Adhikari criticized CM Mamata Banerjees comments on eid  programme

সংক্ষিপ্ত

ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের লোকসভা আসন গুলিতে। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ফলে উত্তেজনা চরমে। ষষ্ঠ দফার ভোটকে সামনে রেখে আজ থেকে টানা জঙ্গলমহলে শেষ পর্যায়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের লোকসভা আসন গুলিতে। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারই মমতাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু। তিনি বলেছেন বেফাঁস কিছু বললেন সব নাকি ফাঁস করে দেবেন তিনি। শুভেন্দু এদিন বলেন মমতা ব্যানার্জিকে মুখ সামলে থাকতে বলবেন। খারাপ কথা কিছু বললেই স্বাস্থ্য দফতরে কি হচ্ছে সব ফাঁস করে দেবেন শুভেন্দু। তারই সঙ্গে তিনি বলেন খু খারাপ ভাবে মেদিনীপুরের ৮টি আসনের সব কটিতে হারবেন মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, বৃহস্পতিবার হলদিয়া ও এগরাতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাঁথি লোকসভার মধ্যে কাঁথি শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এই দুই লোকসভা এবার পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। আর তাকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় শেষ পর্যায়ে কার্যত প্রচারে ঝড় ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহলের মত। সূত্রের খবর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শেষ পর্যায়ে সভা করবেন।

পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচনী সভার থেকে বেশি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা তথা জঙ্গলমহলের জেলাগুলিতে বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী। ২০১৯ এর লোকসভা ভোটে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম এই লোকসভা গুলির দখল বিজেপির হাতে গিয়েছিল। তাকে সামনে রেখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার আরো জোরদার করছেন বলেই মনে করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Issue : 'হুমায়ুন কবীরের এই বার্তা যথেষ্ট ভয়ানক, আর সরকার দেখছে!' সতর্ক করলেন শুভেন্দু
Babri Masjid Murshidabad : বাবরি মসজিদের জন্য কোথা থেকে আসছে এত টাকা? কী বললেন অধীর চৌধুরী?