'তখন রাত ২.৩০, টেনে হিঁচড়ে ঘর থেকে তুলে নিয়ে গেল পুলিশ'! সন্দেশখালিতে হাড়হিম করা আরেক ঘটনা প্রকাশ্যে

এক মহিলা অভিযোগ করেছেন যে, " রাত আড়াইটের সময়ে পুলিশ ঘরে ঢুকছে। বলছে তোমাকে যেতে হবে। বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘরের দরজার একটা তালা ভেঙে ঢুকেছে। পুলিশ কেন আমাদের ওপর গিয়ে অত্যাচার করছে!"

Parna Sengupta | Published : May 16, 2024 4:29 AM IST

সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচার, শেখ শাহজাহান ও তার দলবদলের যৌন নিপীড়নের কীর্তি, জমি ও ভেড়ি দখলে দাদাগিরি সব পেরিয়ে সন্দেশখালি এখন সংবাদ শিরোনামে। ফের প্রকাশ্যে এই এলাকার আরেক হাড় হিম করা কাহিনি।

বুধবার সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তিনি একাধিক অসঙ্গতি তুলে ধরেন। তিনি বলেন হাইকোর্টের নির্দেশে নির্যাতনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেখানে কেন পৃথক মামলা রুজু করে ধরপাকড় সন্দেশখালি থানার? কেন আদালতের নির্দেশ মতো সন্দেশখালিতে নেই সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

Latest Videos

প্রিয়াঙ্কা বলেন তাঁর কাছে এক মহিলা অভিযোগ করেছেন যে, " রাত আড়াইটের সময়ে পুলিশ ঘরে ঢুকছে। বলছে তোমাকে যেতে হবে। বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঘরের দরজার একটা তালা ভেঙে ঢুকেছে। পুলিশ কেন আমাদের ওপর গিয়ে অত্যাচার করছে!"

প্রিয়াঙ্কা অভিযোগ তোলেন যে, "নির্যাতিতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করছে পুলিশ। এক নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য ৩৫ লক্ষ‌ টাকা পর্যন্তও পুলিশ অফার করছে। ভাবুন! সব আদালতে জানাব।" তিনি দাবি করেন, সিসি ক্যামেরা থাকলে পুলিশের ভূমিকা ধরা পড়ে যাবে। সেই কারণেই আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলছেন তিনি।

সন্দেশখালিতে নির্যাতিত মহিলাদের ওপর পুলিশি হুমকির কথা এইদিন সামনে আসতেই গর্জে উঠেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রাতের বেলা পুলিশ বাড়ি ঢুকে মহিলাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলাদের পুলিশ ঘুষ দিচ্ছে বলেও জানা যায়। অভিযোগ তুলে নিতেও দেওয়া হচ্ছে চাপ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা দীপাবলি পালন করব না' মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
বোমাতঙ্ক! Bhatpara-এ বিজেপি নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওটা কী পড়ে! দেখুন | Bhatpara News Today
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia
Gosaba-র আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু