Accident In Nadia:দোলের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় নদিয়ায় (Nadia) মৃত্যু হল শিশু-সহ সাত জনের। কৃষ্ণনগরের (Krishnanagar) করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনায় টোটো (Toto) ও একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা (Accident) ঘটে।
Accident In Nadia: দোলের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় নদিয়ায় (Nadia) মৃত্যু হল শিশু-সহ সাত জনের। কৃষ্ণনগরের (Krishnanagar) করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনায় টোটো (Toto) ও একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা (Accident) ঘটে। স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাকিদের হাপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের শক্তিনগর জেলা
স্থানীয়রা জানিয়েছেন, নাকাশিপাড়ার কয়েকজন বাসিন্দা তিনটি টোটো ইদের বাজার করতে এসেছিল । বাজার শেষে টোটো করেই বাড়ি ফিরছিল। সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি তীব্র গতিতে ধাক্কা মারে। এই ঘটনায় একটি টোটো দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা ছিটকে পড়েন। কয়েকজন যাত্রীকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। গাড়িটি প্রথম টোটোটিকে ধাক্কা মারার পরই নিয়ন্ত্রণ হারিয়ে বাকি দুটি টোটোকে ধাক্কা মারে। তাতেই আহত হয় প্রচুর মানুষ।
দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠান হয়। সেখান থেকে গুরুতর আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় বাকিজের। স্থানীয়দের অভিযোগ, গাড়ির ড্রাইভার মত্ত অবস্থায় তিনটি টোটো গাড়িকে ধাক্কায়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। বয়ান সংগ্রহ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পরই পথনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।