আজ থেকে টানা ৮ দিন ছুটি স্কুল কলেজ, কালীপুজোর ছুটিতে লম্বা হাসি সরকারি কর্মীদের

Published : Oct 20, 2025, 01:18 PM IST

Holiday: রাজ্যের সরকারি স্কুল কলেজ আর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। আজ থেকেই লম্বা ছুটি। টানা ৮ দিন ছুটি 

PREV
15
আজ থেকে টানা ছুটি

রাজ্যের সরকারি স্কুল কলেজ আর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। আজ থেকেই লম্বা ছুটি। টানা ৮ দিন ছুটি। সেপ্টেম্বর মাসের পরে অক্টোবরেও লম্বা ছুটি পাওয়ায় স্বভাবতই চওড়া হাসি রাজ্য সরকারি কর্মীদের মুখে।

25
৮ দিনের ছুটি

কালীপুজো, দেওয়ালি, ভাইফোঁটা থেকে শুরু করে ছট পুজো- সবমিলিয়ে টানা ৮ দিনের লম্বা ছুটি। রাজ্যের সরকারি স্কুল কলেজ খুলবে ছট পুজোর পরে। সরকারি অফিসও খুলবে আগামী সপ্তাহের দ্বিতীয় দিন।

35
ছুটির তালিকা

কালীপুজো উপলক্ষ্যে ছুটি

আজ সোমবার কালীপুজো উপলক্ষ্যে ছুটি। ২১ ও ২২ অক্টোবর মঙ্গল ও বুধবার কালীপুজো উপলক্ষ্যে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

45
ছুটির তালিকা

ভাইফোঁটার ছুটি

বৃহস্পতিবার ভাইফোঁটা। সেই উপলক্ষ্যে ছুটি থাকছে। ভাইফোঁটার বাড়তে ছুটি শুক্রবার। শনি আর রবিবার সরকারি অফিস বন্ধ থাকে।

55
ছুটির তালিকা

ছট পুজো

আগামী সোমবার ২৭ অক্টোবর ছট পুজো। সেই উপলক্ষ্যে ছুটি থাকছে রাজ্যের সব সরকারি কার্যালয়। অফিস, স্কুল, কলেজ খুলবে আগামী মঙ্গলবার। অর্থাৎ টানা ৮ দিনেরও বেশি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories