কালীপুজোয় শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং বন্ধ, জানুন বিস্তারিত

Published : Oct 20, 2025, 11:17 AM IST

কালীপুজো উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। 

PREV
16

মা কালীর আরাধনায় মেতেছে সারা দেশ। শহরের বিভিন্ন স্থানে হচ্ছে পুজো। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো উপলক্ষ্যে সোমবার কালীপুজোর দিন বেশ কিছু রাস্তায় যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে। এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

26

সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। একমাত্রা জরুরি পরিষেবার গাড়িকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।

36

সোমবার বিকেল চারটে থেকে মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, চেতলা সেন্ট্রাল রোড, রাজা রামমোহন রায় সরণি, বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যে ভীম ঘোষ লেন, এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট, বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিধান সরণি, মুদিয়ালি রোড, লেনিন রোড, টালিগঞ্জ রোড, বাগদিপাড়া রোডের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

46

বনমালী নস্কর রোড দিয়ে যাতায়াতকারী বাস তালাতলা রোড, স্টেট গ্যারেজ, উপেন ব্যানার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। S-31, SD0 41, 21 এবং শিলপাড়া থেকে শিয়ালদহগামী বাস বীরেন রায় রোড দিয়ে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

56

স্ট্যান্ড রোডে (ইস্ট) গাড়ি হাওড়া ব্রিজের ইস্টার্ন এন্ড থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে ব্রেবোর্ন রোড ধরার জন্য। সকাল ৬টা থেকে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোডে ওয়ান ওয়ে যান চলাচল করবে।

66

তেমনই আজ প্রিন্স আনোয়ার শাহ রোড, ওপেন ব্যানার্জি রোড, বীরেন রায় রোড, পাঠকপাড়া রোড, আর্য সমিতি রোড, সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড, সন্তোষপুর অ্যাভিনিই, জেমস লং সরণি, এমএল গুপ্ত রোড, গড়ফা মেন রোড, এম এসসি রোডে বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪ টে পর্যন্ত পার্কিং নিষিদ্ধ।

Read more Photos on
click me!

Recommended Stories