সোমবার বিকেল চারটে থেকে মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, চেতলা সেন্ট্রাল রোড, রাজা রামমোহন রায় সরণি, বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যে ভীম ঘোষ লেন, এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট, বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিধান সরণি, মুদিয়ালি রোড, লেনিন রোড, টালিগঞ্জ রোড, বাগদিপাড়া রোডের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।