আরজি কর কাণ্ডের পর ফের গণধর্ষণ, নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে

ফের ঘটল এক গণধর্ষণের ঘটনা। এবার ধর্ষিত হল এক ১৫ বছরের মেয়ে। নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে।

Sayanita Chakraborty | Published : Aug 26, 2024 11:42 AM IST / Updated: Aug 26 2024, 05:13 PM IST

আরজি কর কাণ্ড সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের পরিস্থিতি। মেয়েদের নিরাপত্তা নিয়ে তুলেছে প্রশ্ন। এখনও এই অন্যায়ের প্রতিবাদ চলছে। এরই মাঝে ফের ঘটল এক গণধর্ষণের ঘটনা। এবার ধর্ষিত হল এক ১৫ বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।  

মেয়েটি দার্জিলিং-এ থাকে। কয়েক বছর আগে স্ত্রী সন্তানকে ফেলে পালিয়ে যায় তার বাবা। তার মা কর্মসূত্রে দিল্লিতে থাকে। স্কুল ছুটি থাকায় সে বাবার জ্যাঠামশাই-র বাড়িতে গিয়েছিল শিলিগুড়িতে। সেখানে প্রধাননগর থানা এলাকায় থাকে মেয়েটির দাদু। সেই ৬২ বছরের দেওরাজ গুরুং পর পর তিন দিন ধরে মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালায়। ঘটনার কথা সে তার ফেসবুকের বন্ধুকে জানায়। সাহায্যের নাম করে সেই বন্ধু উত্তরপ্রদেশের উন্নাও থেকে শিলিগুড়ি আসে। শিলিগুড়ির একটি হোটেলে ওঠে। কোনও ভাবে দাদুর কাছ থেকে পালিয়ে বন্ধুর কাছে আসে সে। কিন্তু, সেই বন্ধুর লালসার শিকার হয় সে। ফের ধর্ষিত হয় মেয়েটি। 

Latest Videos

সূত্রের খবর, ১৫ বছরের কিশোরী ২০ তারিখ দাদুর বাড়ি গিয়েছিল। ২৩ তারিখ থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ সিসিটিভি ফুটেজে দুই তরুণের সঙ্গে কিশোরীকে শহরের রাস্তায় দেখতে পায়। ওই দুই তরুণ হল উন্নওযের বাসিন্দা করণ রাজপুত ও তার বন্ধু। শেষে হোটেল থেকে উদ্ধার করে মেয়েটিকে। পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েটি সব জানায়। বর্তমানে মেয়েটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। তার শারীরিক পরীক্ষা চলছে। অন্যদিকে, দিল্লিতে মেয়েটির মাকে খবর দেওয়া হয়েছে। আপাতত পুলিশ ঘটনার তদন্ত করছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati