শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। ফলে ব্যাঙ্ক-সহ সরকারি দফতরগুলিতে ছুটি থাকে।
সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই দিন পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে দেশের সব শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। যে রাজ্যগুলিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিশেষভাবে পালন করা হয়, সেই রাজ্যগুলিতেই সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেশের বড় শহরগুলির মধ্যে কলকাতা, আমেদাবাদ-সহ গুজরাত, ভোপাল-সহ মধ্যপ্রদেশ, ভুবনেশ্বর-সহ ওড়িশা, চণ্ডীগড়, চেন্নাই-সহ তামিলনাড়ু, দেরাদুন-সহ উত্তরাখণ্ড, গ্যাংটক-সহ সিকিম, হায়দরাবাদ-সহ অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা, জয়পুর-সহ রাজস্থান, শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীর, কানপুর ও লখনউ-সহ উত্তরপ্রদেশ, পাটনা-সহ বিহার, রায়পুর-সহ ছত্তীশগড়, রাঁচি-সহ ঝড়খণ্ড, শিলং-সহ মেঘালয়, সিমলা-সহ হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট শহর ও রাজ্যগুলিতে ব্যাঙ্কে যাঁদের জরুরি প্রয়োজন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। ব্যাঙ্কের অধিকাংশ কাজই এখন ঘরে বসে মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে হয়। কিন্তু অনেকে নেটব্যাঙ্কিংয়ে অভ্যস্ত নন। তাছাড়া কিছু কাজের জন্য ব্যাঙ্কে যেতেই হয়। সেই কাজগুলি সোমবার হবে না।
সোমবার কোন রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা?
সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হলেও, দেশের রাজধানী শহর নয়াদিল্লি এবং নভি মুম্বইয়ে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় স্বাভাবিক কাজকর্ম চলবে। নভি মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের অন্যান্য শহরগুলিতেও ব্যাঙ্কগুলির সব শাখা খোলা থাকবে। এছাড়া মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, কেরালা, গোয়াতেও সব ব্যাঙ্কের শাখাগুলি খোলা থাকবে।
সোমবার খোলা থাকছে এটিএম
সোমবার দেশের যে রাজ্য বা শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেখানে এটিএম খোলা থাকবে। ফলে নগদ অর্থের প্রয়োজন হলে এটিএম থেকে তুলে নেওয়া যাবে। তবে শনিবার, রবিবারের পর সোমবারও ব্যাঙ্ক বন্ধ থাকায় সব এটিএম-এ নগদ অর্থের জোগান থাকবে কি না, সে বিষয়ে প্রশ্ন থাকছে। ইউপিআই, অনলাইন ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবাগুলি অন্যান্য দিনের মতোই পাওয়া যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমে আচমকা নীল স্ক্রিন, বিশ্ব জুড়ে স্তব্ধ ব্যাঙ্ক, বিমান পরিষেবা