ছয় মাসেরও বেশি সময় ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, আর্থিক সহায়তা চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Published : Jan 24, 2026, 09:43 AM IST
Lakshmir Bhandar

সংক্ষিপ্ত

Lakkhir Bhandar News: ছয় মাসেরও বেশি সময় অতিক্রান্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত এই জেলার মহিলারা। কোথায় মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Lakkhir Bhandar News: এবার লক্ষীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে! ছয় মাস অতিক্রান্ত! ময়নার বিজেপির দখলে থাকা ২টি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের এখনও মিলছে না লক্ষ্মীর ভান্ডার। হাইকোর্টে দ্বারস্থ ময়নার মহিলারা।

এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। ময়না বিধানসভার বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। এই নিয়ে বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীতা মণ্ডল সাউ একটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন।

পূর্ব মেদিনীপুরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প?

পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গোজিনা ও বাকচা গ্রাম পঞ্চায়েত। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে, ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। জানা গিয়েছে, এই দু’টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কী বন্ধ লক্ষ্মীর ভান্ডার? প্রশ্ন তুলে ইতিপূর্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তাঁরা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার এই মামলার জল গড়াল আদালতে। কবে মিলবে লক্ষীর ভান্ডার?প্রশ্ন ময়না জুড়ে। 

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে। 

বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: ছয় মাসেরও বেশি সময় ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, আর্থিক সহায়তা চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?