
সুপ্রিম কোটের নির্দেশের পর আবারও রাজ্যে পিছিয়ে যেতে পারে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশন সূত্রের খবর SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কমপক্ষে ২ সপ্তাহ পিছিয়ে যেতে পারে। এর আগেও একবার মাত্র পিছিয়ে এই রাজ্যে SIR-এর নির্ঘণ্ট।
গত সোমবার SIR নিয়ে নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তারমধ্যে অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ। সেইসঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত ১০ দিন সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্য়দিকে এই রাজ্যে এখনও প্রচুর মানুষের শুনানি বাকি রয়েছে। একাধিক জেলায় শুনানির নোটিশ তৈরির কাজও পুরোপুরি শেষ হয়নি। কয়েক লক্ষ নোটিশ ইস্যু করতে হবে। সেইসব শুনানি শেষের পরই এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
দিল্লির নির্বাচন কমিশন থেকে নোটিশ এসেছে সিইও-র দফতরে। সেখানে বলা হয়েছে ২৪ জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও আনম্যাপড ভোটারের তালিকা প্রকাশ করতেই হবে। এই তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে, সংশ্লিষ্ট ভোটারকে ১০ দিনের মধ্যে জানাতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মত অ্য়াডমিড কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল ৭ ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ১৪ ফেব্রুয়ারি। সূত্রের খবর পরিবর্তিত পরিস্থিতিতে ১৭-২১ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার হতে পারে। তাহলে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট মার্চ মাসের আগে প্রকাশ করা হবে না বলেও ওয়াকিবহাল মহল মনে করছে।