Crime News: চলন্ত ভিড় বাসে সুযোগ বুঝেই ছাত্রীর সঙ্গে.... সরকারি কর্মীকে জুতোপেটা সহযাত্রীদের

Published : Apr 16, 2025, 06:17 PM IST
women harassment

সংক্ষিপ্ত

Bankura News: বাসে- ট্রেনে শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। প্রায়শই একাংশ পুরুষ যাত্রীর নোংরা আচরণের মুখোমুখি হতে হয় মহিলাদের। এবার চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত! বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে রীতিমতো 'জুতোপেটা' করলেন নিগৃহীতার মা। জানুন আরও…     

Bankura News: বাসে- ট্রেনে শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। প্রায়শই একাংশ পুরুষ যাত্রীর নোংরা আচরণের মুখোমুখি হতে হয় মহিলাদের। এবার চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত! বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে রীতিমতো 'জুতোপেটা' করলেন নিগৃহীতার মা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁকুড়া জেলার রায়পুরে।

জানা গিয়েছে, নিগৃহীতা ছাত্রী বুধবার সকালে বাস করে টিউশন পড়তে যাচ্ছিল। ওই বাসেই ছিলেন অভিযুক্ত বিদ্যুৎ দফতরের এক কর্মী। অভিযোগ, বাসে ভিড় থাকার সুযোগে নাবালিকার জামার ভিতর থেকে ওই যুবক তার বুকে হাত দেয়। নাবালিকা টের পাওয়া মাত্রই চিৎকার করে। তাতেই বাসের অন্যান্য যাত্রীরা বুঝতে পারেন গোটা বিষয়টা। এরপরই রায়পুর এলাকায় অভিযুক্তকে বাস থেকে নামায় উত্তেজিত যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যান নির্যাতিতার মা।

অভিযুক্তকে সামনে দেখামাত্রই মেজাজ হারিয়ে জনসমক্ষেই তাকে জুতোপেটা করতে শুরু করেন। গোটা ঘটনা রেকর্ড করেন ঘটনাস্থলে থাকা যাত্রীরা। মুহূর্তে বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডয়ো। এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।

উল্লেখ্য, এই ঘটনায় এখন কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি ঘটনায় অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া থানার ধাপারিয়া গ্রামে। স্থানীয় সূত্র খবর, মানসিক ভারসাম্যহীন যুবক সামিরুল শেখ কোনও কাজকর্ম করত না। এ নিয়ে পরিবারে ভাইয়ের সঙ্গে প্রায়ই অশান্তি হতো। বুধবার হঠাৎ করে দাদার উপর হামলা করে ভাই। দুই ভাইয়ের ধাক্কাধাক্কিতে দাদাকে ধাক্কা মারতেই গরুর গজের মধ্যে গিয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন দাদা।

সেই গোজ টেনে বের করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে অনুমান, শরীরে গোজ ঢুকে যাওয়াতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় আর তার ফলেই মৃত্যু হয়েছে ওই মানসিক ভারসাম্যহীন যুবকের। তবে পুলিশের ধারণা সম্ভবত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে থাকতে পারে। যদিও ঘটনার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাই। পুলিশ ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ