ধেয়ে আসছে বিশাল ঝড়! সাবধান করল আবহাওয়া দফতর, মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
শুক্রবারও বহাল থাকবে ভ্যাপসা গরম। তবে রাজ্যের কিছু কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত।
শুক্রবার হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতর মারফত।
শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান৷
ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে। সমুদ্র উপকূলে ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে।
শুক্র ও শনিবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শুধু দক্ষিণবঙ্গে নয়, ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এ ছাড়া ভ্যাপসা গরমও বহাল থাকবে কলকাতায়। প্যাচপ্যাচে ঘাম ও অস্বস্তি থাকবে টানা বেশ কয়েকদিন।
দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷