একজন টাকা পেয়েছেন, একই নাম্বারের লটারির টিকিট দেখিয়ে জেতার দাবি অপর ব্যক্তির, ঠাঁই শ্রীঘরে

রাজ্যের সর্বত্র এখন লটারির দোকানের ছড়াছড়ি। ছোট-বড় দোকানের পাশাপাশি রাস্তার ধারে চেয়ার-টেবল নিয়ে বসেও অনেকে লটারির টিকিট বিক্রি করছেন। অনেকে লটারিতে টাকা জিতছেন, আবার অনেকে প্রতারণার শিকারও হচ্ছেন।

লটারিতে একজন ১১,০০০ টাকা জিতেছেন। দোকানে এসে সেই টিকিট দেখিয়ে টাকা নিয়ে চলেও গিয়েছেন। কিন্তু অন্য একজন সেই একই নাম্বারের টিকিট নিয়ে দোকানে এসে টাকা দাবি করে বসলেন। লটারির টিকিট বিক্রেতার সন্দেহ হওয়ায় সংস্থার কর্মীদের খবর দিলেন। সেখান থেকে খবর গেল পুলিশে। এরপর যে ব্যক্তি লটারির টিকিট দেখিয়ে টাকা দাবি করতে এসেছিলেন, তাঁকে গ্রেফতার করা হল। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির পার ডানকুনিতে। লটারির টিকিট জাল করে টাকা আদায় করার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে কোনও চক্রের যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লটারির টিকিট জাল

Latest Videos

পার ডানকুনি চৌমাথা অঞ্চলে এই লটারির দোকান। লটারির টিকিট বিক্রেতা তারক দে জানিয়েছেন, 'সকাল ১০টা নাগাদ দোকান খোলার পরেই এক ব্যক্তি লটারির টিকিট দেখিয়ে টাকা নিতে আসেন। তিনি জাল টিকিট দেখিয়ে টাকা নিয়ে আরও ৩,০০০ টাকার লটারির টিকিট কিনতে চাইছিলেন। আমি লটারির টিকিট হাতে নিয়েই বুঝতে পারি সেই কাগজ জাল। এরপর এজেন্সিতে খবর দিই। তারপর পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমে কানাইপুুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর উচ্চপদস্থ পুলিশকর্মীরা ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন।

দিকে দিকে লটারি-প্রতারণা

কিছুদিন আগে এক ব্যক্তি লটারির টিকিট দেখিয়ে ৪৫,০০০ টাকা নিয়ে চলে যায়। পরে জানা যায়, সে যে টিকিট দেখিয়ে টাকা নিয়ে গিয়েছে, সেই টিকিট জাল। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আরও ঘটেছে। এই কারণে লটারির টিকিটের ক্রেতা ও বিক্রেতারা সতর্ক হয়ে গিয়েছেন। কোনওরকম সন্দেহ হলেই পুলিশে খবর দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টাকা গুণতে মেশিন! লটারি প্রতারণা মামলায় খাস কলকাতায় বড় সাফল্যের মুখ দেখল ইডি

Lottery: সন্তানের জন্ম তারিখেই বাজিমাৎ আবু ধাবির ভারতীয়র, জিতলেন ৩৩ কোটি টাকার লটারি

Viral News: বাঁধতেন বিড়ি, আর স্বপ্ন দেখতেন কোটিপতি হওয়ার! লটারি জিতেই থানায় ছুটলেন দরিদ্র বৃদ্ধ

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today