রাজ্য জুড়ে নেমে এল ভয়াবহ তাপপ্রবাহ! এখনই দেখা মিলবে না বৃষ্টির, কবে থেকে পাবেন স্বতি? বড় আপডেট দিল হাওয়া অফিস

Published : May 10, 2025, 08:31 PM IST

Weather Update: এই ভয়ঙ্কর গরম কাটবে কবে? ,কবে দেখা দিতে পারে স্বস্তির বৃষ্টি। অবশেষে বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

PREV
18

ভয়ঙ্কর গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। হঠাৎ করেই তাপ প্রবাহ শুরু হয়েছে বাংলায়। বেশ কয়েকদিন বৃষ্টির মরশুমে গরম মালুমই হয়নি। তবে মে মাস পড়তে না পড়তেই ফের গরমে অস্থির হল বঙ্গ।

28

কিন্তু ঠিক কতদিন চলবে তাপপ্রবাহ তার ঠিক নেই। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আগামী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টির দেখা মিলবে না বঙ্গে।

38

গোটা সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। 

48

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি হলেও তা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অনুভূত হচ্ছিল। রোদের তেজে অস্থির আপামর রাজ্যবাসী।

58

অন্যদিকে এপ্রিল যেতেই আর দেখা নেই কালবৈশাখির। কোথায় যেন হারিয়ে গেল কালবৈশাখির ঝড়। সামান্য মেঘের আভাস নেই আকাশ জুড়ে।

68

এই ভয়ঙ্কর গরম কাটবে কবে? ,কবে দেখা দিতে পারে স্বস্তির বৃষ্টি। অবশেষে বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

78

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৬ দিন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টিপাত দেখা দিতে ১৭ তারিখে। সন্ধের দিকে বৃষ্টি দেখা দিতে পারে এই রাজ্যে।

88

বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৯ তারিখেও। আগামী ১৯ মে নাগাদও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেলের পরে। তবে এতে তাপমাত্রা বিশেষ কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

click me!

Recommended Stories