DA News: বুধবারই কি ডিএ মামলায় জয় পাবেন সরকারি কর্মীরা? মহার্ঘ ভাতা মামলার শুনানি দুপুরে

Published : May 10, 2025, 05:22 PM IST

Da case: আগামী ১৪ মে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। 

PREV
110
১৪ মে ডিএ মামলার শুননি

আগামী ১৪ মে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি।

210
গতবুধবার মামলা ছিল

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল গত বুধবার। কিন্তু সেই দিন শুনানির জন্য ওঠেনি মামলা।

410
আবেদনকারী

রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি জানিয়েছিলেন তাঁর অত্যন্ত জরুরি মামলা রয়েছে। তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক।

510
জুলাইয়ে শুনানির আবেদন

রাজ্য সরকারের আইনজীবী জুলাই মাসে ডিএ মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন।

610
সুপ্রিম কোর্টের দিন ধার্য

দুই পক্ষের বক্তব্য শোনার পই সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে দুপুর ২টোর সময় ডিএ মামলার শুনানির দিন ও সময় ধার্য করেছে।

710
১৬ বার পিছিয়েছে

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত ১৬ বার পিছিয়েছে। মামলাটি ১১বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি

810
শুনানি হয়নি

মামলাটি ১১বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি।

910
রাজ্য় সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

1010
বুধবারের আশায়

সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায় রীতিমত হতাশ রাজ্য সরকারি কর্মীরা। এবার তারা আশায় রয়েছেন বুধবারের।

Read more Photos on
click me!

Recommended Stories