রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি জানিয়েছিলেন তাঁর অত্যন্ত জরুরি মামলা রয়েছে। তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক।
510
জুলাইয়ে শুনানির আবেদন
রাজ্য সরকারের আইনজীবী জুলাই মাসে ডিএ মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন।
610
সুপ্রিম কোর্টের দিন ধার্য
দুই পক্ষের বক্তব্য শোনার পই সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে দুপুর ২টোর সময় ডিএ মামলার শুনানির দিন ও সময় ধার্য করেছে।
710
১৬ বার পিছিয়েছে
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত ১৬ বার পিছিয়েছে। মামলাটি ১১বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি
810
শুনানি হয়নি
মামলাটি ১১বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি।
910
রাজ্য় সরকারি কর্মীদের দাবি
রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
1010
বুধবারের আশায়
সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ায় রীতিমত হতাশ রাজ্য সরকারি কর্মীরা। এবার তারা আশায় রয়েছেন বুধবারের।