ভয়ঙ্কর ঘূর্ণীঝড়ের অশনি সংকেত! মে মাসের শেষে বাংলায় আছড়ে পড়তে পারে সাইক্লোন রেমাল

ভয়ঙ্কর ঘূর্ণীঝড়ের অশনি সংকেত! মে মাসের শেষে বাংলায় আছড়ে পড়তে পারে সাইক্লোন রেমাল

Anulekha Kar | Published : May 13, 2024 5:38 AM IST / Updated: May 13 2024, 11:21 AM IST

18
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

আছড়ে পড়তে পারে সাইক্লোন! ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে এই বড়সর ঘূর্ণিঝড়।

28
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

২০২০ সালেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে।

38
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

মে মাসের ২০ তারিখ আমফানের দাপটে জেরবার হয়েছিল জনজীবন। এবার ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত।

48
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম রেমাল বলে জানা গিয়েছে।

58
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী জানা গিয়েছে আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর সেটিই উত্তর দিকে এগিয়ে গিয়ে শক্তি বাড়াবে।

68
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

২৪ মে সাইক্লোনের আকার নিয়ে ২৫ মে সন্ধার পর পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে রেমাল।

78
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

তবে খুব বেশি শক্তিশালী হবে না এই সাইক্লোন বলেই ধারণা আবহাওয়া দফতরের।

88
ঘূর্ণীঝড়ের অশনি সংকেত!

কিন্তু যতক্ষণ না সাইক্লোন তৈরি হচ্ছে ঝড়ের গতিবেগ সম্পর্কে সঠিক ধারণা করা যাচ্ছে না। তাই ফের আরও একবার আমফানের কথা মনে করিয়ে দিতে পারে এই ঝড়।

Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos