চাকরি দেওয়ার নাম করে পাঁচ-সাত বছর ধরে মহিলাকে যৌন হেনস্থা, সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ার পর বারবার কলকাতার হোটেলে ডেকে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে। 

২৯ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্রে বায়রন বিশ্বাস নামে এক প্রতিনিধিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কংগ্রেস। এবার এই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধেই দীর্ঘ দিন ধরে যৌন হেনস্থা করার অভিযোগ তুললেন এক মহিলা। তাঁর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হাওড়ায় বসবাসকারী ওই মহিলা মুর্শিদাবাদে বসবাসকারী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন।

সূত্রের খবর, হেনস্থার শিকার হয়ে ওই মহিলা সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি জানিয়েছেন, প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে সাগরদিঘির বর্তমান কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের পরিচয় হয়। বিগত প্রায় ৫-৭ বছর ধরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছেন বায়রন। কয়েক মাস আগে পর্যন্ত তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। অভিযোগকারী মহিলা বায়রনের কাছে চাকরি দেওয়ার অনুরোধ করেছিলেন, সেই সুযোগ নিয়েই বারবার তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

Latest Videos

অভিযোগকারী মহিলার আরও দাবি, বারবার কলকাতার হোটেলে ডেকে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ওই নেতা। চাকরি পাওয়ার আশায় তাঁকে বাধ্য হয়েই চুপ থাকতে হয়েছিল। শুধু তাইই নয়, ওই হোটেলে জোর করে তাঁর কিছু আপত্তিকর ছবিও তোলা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। এখন সেই ছবিগুলি ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে দাবি ওই মহিলার।


 

সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আদতে মুর্শিদাবাদের বাসিন্দা হলেও অধিকাংশ সময় তিনি কলকাতাতেই থাকেন বলে জানান নির্যাতিতা। বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে বিরক্ত করছেন বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার কথা কাউকে জানালে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, বর্তমানে তিনি নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। নিতান্ত বাধ্য হয়েই এবার তিনি মুখ খুলেছেন।

বায়রনের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পর জেলা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারিনী বলেন, ‘এমন ব্যক্তিকে মানুষ যেন কোনভাবেই জনপ্রতিনিধি না করেন। এই ব্যক্তি ভোট পেলে আমার এখন যেমন অবস্থা হয়েছে, পরবর্তীকালে এই একই অবস্থা অন্য মেয়েদেরও হতে পারে।’ প্রভাবশালী বায়রন বিশ্বাসের ভয়ে বর্তমানে আতঙ্কে আছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন-

দোস্ত, তোমায় ধন্যবাদ: সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করল ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক
মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রের জেল হেফাজত, নজরে রয়েছে মেয়ে-জামাইয়ের ব্যাঙ্কের লেনদেন
বেঙ্গালুরুতে জি ২০-র প্রথম অর্থ সংক্রান্ত বৈঠক, ভারতের হয়ে উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury