মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনও মহিলা! বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য

Published : Mar 03, 2025, 12:25 PM ISTUpdated : Mar 03, 2025, 12:28 PM IST

মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনও মহিলা! বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য

PREV
19

২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। তবে এই বিধানসভাতে পাশা উল্টোতে পারে রাজ্যে।

29

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কিন্তু কে হতে চলেছে প্রধান মুখ?

39

মমতার প্রধান বিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এবার অন্য কেউ? এই বিধানসভায় দারুণ চমক দিতে পারে বিজেপি। এই বচর হতে পারে মেয়ে ভার্সেস মেয়ের লড়াই।

49

মমতার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনও নারীকেই এবার প্রধান মুখ হিসাবে নির্বাচন করতে পারে বিজেপি।

59

দিল্লির নির্বাচনের পরে বেশ অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির। এবার দিল্লি দখলের পর বাংলা দখল করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে এই কেন্দ্রীয় দল।

69

তবে কোনও শক্তপোক্ত মুখ ছাড়া বাংলা দখল সম্ভব নয় বলেই মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিদ্বন্দ্বী না এলে কোনও মতেই বাংলার গোদী দখল সম্ভব নয়।

79

সেক্ষেত্রে এবার দুর্দান্ত চমক দিতে চলেছেন মোদী। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী হিসাবে দাঁড়াতে পারে কোনও মহিলা বলে মনে করা হচ্ছে।

89

২০২৫-এর কেন্দ্রীয় বাজেট নিয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। কিন্তু ঠিক খুব মন মতো ফল করতে পারেনি রাজ্য সরকার। রাজ্য সরকারের বাজেট নিয়ে অখুশি অনেকেই।

99

এ ছাড়াও চাকরিপ্রার্থীদের ক্ষোভ, ডি এ আন্দোলন সবমিলিয়ে বেশ অনেকটাই নড়বড়ে হয়েছে তৃণমূলের ক্ষমতা। তাই এই বিধানসভা পাশা উল্টাতে পারে সহজেই।

click me!

Recommended Stories