মমতার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনও নারীকেই এবার প্রধান মুখ হিসাবে নির্বাচন করতে পারে বিজেপি।
59
দিল্লির নির্বাচনের পরে বেশ অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির। এবার দিল্লি দখলের পর বাংলা দখল করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে এই কেন্দ্রীয় দল।
69
তবে কোনও শক্তপোক্ত মুখ ছাড়া বাংলা দখল সম্ভব নয় বলেই মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিদ্বন্দ্বী না এলে কোনও মতেই বাংলার গোদী দখল সম্ভব নয়।
79
সেক্ষেত্রে এবার দুর্দান্ত চমক দিতে চলেছেন মোদী। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী হিসাবে দাঁড়াতে পারে কোনও মহিলা বলে মনে করা হচ্ছে।
89
২০২৫-এর কেন্দ্রীয় বাজেট নিয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। কিন্তু ঠিক খুব মন মতো ফল করতে পারেনি রাজ্য সরকার। রাজ্য সরকারের বাজেট নিয়ে অখুশি অনেকেই।
99
এ ছাড়াও চাকরিপ্রার্থীদের ক্ষোভ, ডি এ আন্দোলন সবমিলিয়ে বেশ অনেকটাই নড়বড়ে হয়েছে তৃণমূলের ক্ষমতা। তাই এই বিধানসভা পাশা উল্টাতে পারে সহজেই।