বৌভাতের রাতে যুবক যে সিদ্ধান্ত নিল তাতে হতবাক সদ্য বিবাহিতা স্ত্রী! প্রতিবেশীরাও অবাক

Published : Feb 16, 2025, 06:33 PM IST
suicide

সংক্ষিপ্ত

দীপঙ্কর বর্মনের সঙ্গে একদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচ্ছল না থাকায় পরিবারের মতামত নিয়ে ছেলের বাড়িতেই তাদের বিবাহ ও বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ।

বিয়ের প্যান্ডেল খোলা হয়নি , মাত্র একদিন বিয়ে হয়েছে । বৌভাতের রাতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুবক। সদ্য বিবাহিতা স্ত্রী বুঝে উঠতে পারছেন না কি করবেন। পরিবার প্রতিবেশীরাও ছুটে এসে দেখেন যুবককে ওই অবস্থায় । সানাই সুর বদলে গোটা পরিবেশে তখন শোকের পরিবেশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকায়।

বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে। ৩২ বছর বয়সী মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন । তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীপঙ্কর বর্মনের সঙ্গে একদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচ্ছল না থাকায় পরিবারের মতামত নিয়ে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়। গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান শেষে সকলে যে যার মত ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের।

প্রতিবেশীরা জানিয়েছেন, বছর ৩২-র দীপঙ্কর বর্মন এলাকায় খুব ভালো ছেলে বলেই পরিচিত । দেখাশোনা করেই বিয়ে হয় তাদের। মেয়ের পরিবার গরীব থাকায় বিয়ে বৌভাতের সব অনুষ্ঠান ছেলের বাড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয় দুই পক্ষ থেকে। সেইমতো সামাজিক মতে বিয়েও হয় তাদের। বৌভাতের দিন রাতে অনুষ্ঠান শেষ সবাই ঘুমিয়ে পড়লে ওই যুবক আত্মঘাতী হন। সকালে উঠে দেখা যায় দীপঙ্কর নিরুদ্দেশ। সকলেই তার খোঁজ করতে গিয়ে দেখেন বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ যুবকের।

খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঠিক কি কারণে এ ধরনের আত্মঘাতীর ঘটনা ঘটল তা নিয়ে প্রত্যেকেই ধন্দে রয়েছেন। ঘটনার তদন্ত করছে  পুলিশ। বিষয়টি নিয়ে এলাকার মানুষদের থেকেও খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?