ভয়ঙ্কর ঘটনা! মেলায় ঘুরছিল এক যুবক, বাচ্চা চোর অপবাদ দিয়ে তাকে ঘিরে ফেলে বেশ কয়েকজন লোক, পরের ঘটনা জানলে আঁতকে উঠবেন

Published : Jun 22, 2024, 12:35 PM IST
Westbengal

সংক্ষিপ্ত

মেলায় ঘুরছিল এক যুবক! বাচ্চা চোর অপবাদ দিয়ে তাকে ঘিরে ফেলে বেশ কয়েকজন লোক, তারপর যা হল…..

মেলার মধ্যে চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মার। মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় ইদ উপলক্ষে মেলা বসেছিল। সেখানেই বেড়াতে এসেছিলেন বছর ৩২-এর নাজির হোসেন। মেলায় ঘোরাঘুরি করার সময়তেই এই ঘটনা ঘটে। মেলাতে বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে তাকে বাচ্চা চুরির বদনাম দেয়। মেলাতে বাচ্চা চুরি করতে এসেছে বলে অপবাদ দেওয়া হয় তাকে।

পরে তাকে আরও অনেকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। প্রথমে বারাকপুর বি এন বসু হাসপাতালে ও পরে কলকাতার আর জি করে স্থানান্তরিত করা হয়। গনপিটুনির কথা জানাজানি হতে মোহনপুর থানায় এসে বিক্ষোভ করে নাজিরের এলাকার লোকজনেরা। দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা।

নির্দোষ একটি ছেলেকে এইভাবে মারধর করায় অত্যন্ত রেগে গিয়েছেন তাঁর এলাকার মানুষ। অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিকেট বসান হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘তৃণমূল মনে করে মুসলমান তো হাতেই আছে, তাই মন্দির নিয়ে ব্যস্ত মমতা!’ বিস্ফোরক অধীর
জনরোষের দোহাইয়ে বিডিও অফিস ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম | Farakka SIr News