মমতার তৈরি করা কমিটির প্রথম বৈঠকে গরহাজির অভিষেক, তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে

Published : Mar 06, 2025, 04:51 PM ISTUpdated : Mar 06, 2025, 04:55 PM IST

ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করেছিলেন।

PREV
110
ভোটার তালিকা

ভুয়ো ভোটার তালিকা ইস্যুতে নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করেছিলেন।

210
প্রথম বৈঠক

কোর কমিটির প্রথম বৈঠক বসেছিল আজ, বৃহস্পতিবার। তৃণমূল কংগ্রেস ভবনে হয়েছিল বৈঠক।

310
বৈঠকে অনুপস্থিত অভিষেক

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির বৈঠকেই হাজির থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

410
কোর কমিটির বৈঠকের নেতারা

মমতার তৈরি করা কোর কমিটির তালিকায় প্রথম নাম ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি উপস্থিত থাকলেও থাকলেন না অভিষেক।

510
অভিষেকের অনুপস্থিতিতে জল্পনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে জল্পনা তুঙ্গে। কারণ এই কোর কমিটি তৃণমূল কংগ্রেসের কাছু গুরুত্বপূর্ণ। কারণ কমিটি তৈরি করেছিলেন মমতা। আর ভুয়ো ভোটার তৃণমূলের কাছে একটি জ্বলন্ত ইস্যু।

610
কেন অভিষেক অনুপস্থিত

কেন অভিষেক অনুপস্থিত কোর কমিটির প্রথম বৈঠকে- তাই নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, সুব্রত বক্সির সঙ্গে অভিষেকের দূরত্ব রয়েছে। আর সেই কারণেই তিনি আসেননি।

710
তৃণমূল সূত্রের খবর

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যের ব্যক্তিগত কাজ থাকার জন্যই তিনি প্রথম বৈঠকে গরহাজির।

810
আগামী বৈঠক

ভোটার তালিকা ইস্যুতে কোর কমিটির পরবর্তী বৈঠক ১৫ মার্চ বিকেল ৪টে। তৃণমূল ভবনেই হবে বৈঠক।

910
দ্বিতীয় বৈঠকেও অনুপস্থিত

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর দ্বিতীয় বৈঠকেও সশরীরে উপস্থিত থাকবেন না অভিষেক। সেই দিনের বৈঠকে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

1010
দ্বিতীয় বৈঠকে উপস্থিত

দ্বিতীয় বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে যুক্ত হতে বলা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories