নতুন আবেদনকারীরা কবে থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার? প্রকাশ্যে বড় আপডেট

Published : Mar 06, 2025, 11:09 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের ভাতা প্রাপ্তির বিষয়ে বড় আপডেট। আবেদন যাচাইয়ের পর এপ্রিল থেকে ভাতা মিলবে বলে আশা করা হচ্ছে। সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা পাবেন।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে এনেছে ভাতা।

210

এ রাজ্যে বৃদ্ধ থেকে পড়ুয়া, গৃহবধূ থেকে বেকার যুবক সকলের জন্য চালু আছে ভাতা।

410

এদিকে সদ্য় বিভিন্ন অঞ্চলে হল দুয়ারে সরকার। সেখান থেকে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন বহু মানুষ।

510

কিন্তু, নতুন আবেদনকারীরা কবে থেকে পাবেন ভাতা? এই নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট।

610

বিশেষ খবর এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। জানা গিয়েছে নতুন আবেদনকারীরা কবে থেকে পাবেন ভাতা।

710

জানা গিয়েছে, যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাই পদ্ধতি চলছে।

810

এই পদ্ধতি সম্পন্ন হলেই মিলবে ভাতা। আন্দাজ করা হচ্ছে এপ্রিল মাস থেকে ভাতা পাবেন নতুন আবেদনকারীরা।

910

সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

1010

এছাড়াও জানতে পারবেন অনলাইনে। https://socialsecurity.wb.gov.in/ ওয়েব সাইটে গিয়ে Track application status এ যান। সেখানে ক্লিক করলে জানতে পারবেন তথ্য।

click me!

Recommended Stories