মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে এনেছে ভাতা।
এ রাজ্যে বৃদ্ধ থেকে পড়ুয়া, গৃহবধূ থেকে বেকার যুবক সকলের জন্য চালু আছে ভাতা।
এই সকল ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী থেকে যুবশ্রীর মতো একাধিক ভাতা।
এদিকে সদ্য় বিভিন্ন অঞ্চলে হল দুয়ারে সরকার। সেখান থেকে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন বহু মানুষ।
কিন্তু, নতুন আবেদনকারীরা কবে থেকে পাবেন ভাতা? এই নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট।
বিশেষ খবর এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। জানা গিয়েছে নতুন আবেদনকারীরা কবে থেকে পাবেন ভাতা।
জানা গিয়েছে, যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাই পদ্ধতি চলছে।
এই পদ্ধতি সম্পন্ন হলেই মিলবে ভাতা। আন্দাজ করা হচ্ছে এপ্রিল মাস থেকে ভাতা পাবেন নতুন আবেদনকারীরা।
সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
এছাড়াও জানতে পারবেন অনলাইনে। https://socialsecurity.wb.gov.in/ ওয়েব সাইটে গিয়ে Track application status এ যান। সেখানে ক্লিক করলে জানতে পারবেন তথ্য।
Sayanita Chakraborty