শুভেন্দুর কথায়, ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছেন। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো জেলে যাবে।
ভোট মিটে যাওয়ার পরেই কি বিপদের কালো মেঘ জমতে শুরু করবে তৃণমূল কংগ্রেসের মাথার ওপরে? বিপদ সঙ্কেত পাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁরা মনে করছেন অরবিন্দ কেজরিওয়ালকে যেমন প্রতিহিংসার রাজনীতি করে জেলে পাঠিয়েছিল বিজেপি, সেই একই ঘটনা ঘটতে শুরু করবে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলে কি এবার জেলে যাওয়ার পালা অভিষেকের!
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সুর আগেই থেকেই ছড়িয়ে রেখেছেন। সন্দেশখালির ‘ভুয়ো’ ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু। শনিবার কালনার বৈদ্যপুরে প্রচার পর্ব সেরে সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালির ভুয়ো ভিডিওর পেছনে ভাইপো আর আইপ্যাকের হাত রয়েছে। শুভেন্দুর কথায়, ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছেন। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো জেলে যাবে।
উল্লেখ্য, ভোটের মাঝেই সন্দেশখালির একের পর এক স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সবার প্রথম সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল। যেখানে গঙ্গাধরকে বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীর নির্দেশ ও পরামর্শেই গোটা সন্দেশখালির ঘটনা সাজানো হয়েছে। এই ভিডিও সামনে আসতেই বিজেপিকে আক্রমণ শানাতে ময়দানে নামেন মমতা-অভিষেক। এরই পালটা দিয়েছেন শুভেন্দু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসের সাথে বলেন, এবার বাংলায় ক্লিন স্যুইপ হবে। এই বিষয়ে শুভেন্দু বলেন আমরা ৩৫ আসনের টার্গেট ধরে কাজ করছি। মোদীজি চারশোর বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন, বাংলার বড় ভূমিকা থাকবে তাতে। বাংলা থেকে গেরুয়া শিবির ৩৫ আসন পাবে বলেও দাবি করেন শুভেন্দু।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।