চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎ! শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়াল আরও এক তৃণমূল নেতার

Published : May 12, 2024, 11:19 AM IST
SSC recruitment scam, Partha Chatterjee says TMC leader tried to contact Mamata Banerjee

সংক্ষিপ্ত

এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়াল আরও এক তৃণমূল নেতার!

এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়াল আরও এক তৃণমূল নেতার। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের উপর।

কিন্তু টাকা দিয়েও চাকরি না পাওয়ার কারণে টাকা এক ব্যক্তি তার কাছে টাকা ফেরত চাইলে তাকে একটি চেক দেওয়া হয়।

কিন্তু সেই চেকটিও বাউন্স করে বলে জানা গিয়েছে। অভিযোগকারীর নাম সুকুমার বালো বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে সুকুমার জানান যে তাঁর বাড়ি গাজোলের শংকরপুর এলাকায়। ২০১৬ সালে চাকরি দেওয়ার নাম করে তার কাছে থেকে ১২ লক্ষ ৭০ হাজার টাকা নেওয়া হয়। পরে সুকুমারের স্ত্রীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি কাগজও দেওয়া হয়।

ওই নিয়োগপত্রটি নিয়ে গাজোলের একটি প্রাথমিক বিদ্যালয়তেও যোগ দেন সুকুমারের স্ত্রী। কিন্তু সপ্তাহ খানেক পরেই তার নিয়োগপত্রটি পুনরায় দেখতে চাওয়া হয় স্কুল কর্তৃপক্ষ তরফে। পরে তাকে নিয়োগ পত্রটি জাল বলে জানান হয়। এরপরে মোজাম্মেলের কাছে নিজের টাকা ফেরত চান সুকুমার। কিন্তু মোজাম্মেল যে চেক দিয়েছে তা বাউন্স হয়ে যায়।এরপর আর কোনও উপায় না দেখতে পেয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হন সুকুমার। কিন্তু আদালতের নির্দেশের পরেও টাকা ফেরত দেয়নি মোজাম্মেল।

PREV
click me!

Recommended Stories

হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে