
Abhishk Banerjee: তৃণমূলের (TMC) সাংগঠনির স্তরে রদবদল হবে। ভার্চুয়াল বৈঠকে আবারও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishk Banerjee)। শনিবার ভার্চুয়াল (virtual meeting) বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সব স্তরের নেতা আর কর্মীদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, আইপ্যার ও তাঁর নামে তোলাবাজি করা চলবে না। শনিবার প্রায় ২ ঘণ্টার বৈঠকে অভিষেক বলেন, শহর ও গ্রামে ভোটার তালিকা সংক্রান্ত কমিটি তৈরি করা হবে।
অভিষেকের ভার্চুয়াল বৈঠকেই একটি ১০ মিনিটের ভিডিও দেখান হয়। ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনি কী প্রক্রিয়ায় হবে তাও দেখান হয়েছে। বলা হয়েছে, বিধানসভা এলাকা ধরে ধরে কর্মশালা করে কর্মীদের প্রস্তুত করা হবে। ১৬ এপ্রিল থেকে তৃণমূল নেতা কর্মীদের ভোটার তালিকা সংক্রান্ত সংশোধনের কাজ শুরু করবে বলেও নির্দেশ দিয়েছে।
নিজের ক্যামাকস্ট্রিটের দফতর থেকেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একই সঙ্গে অভিষেক-সুব্রতর উপস্থিতি দলের মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূলের অন্দরে গুঞ্জন দুজনের সম্পর্ক মোটেও ভাল নয়।
এদিন অভিষেক জানিয়েছেন, পাঁচ দিনের মধ্যেই জেলা স্তরের কমিটি গঠন করা হবে। ২১-২৭ মার্চের মধ্যে তৈরি করা হবে ভোটার তালিকা তদারকির ব্লক কমিটিও। শনিবারের সভায় অভিষেক আবারও দলের সাংগঠনিক স্তরে রদবদলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কাজের ভিত্তিতেও শীঘ্রই কিছু সাংগঠনিক জেলা এবং ব্লক সভাপতি পদে বদল করা হবে। অভিষেক এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তৃণমূলের সাংগঠনিক রদবদলের দাবি করেছিলেন। কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ে একাধিক বৈঠক করলেও রদবদলের প্রসঙ্গ তোলেননি। যদিও অভিষেক এর আগে জনিয়েছিলেন তিনি রদবদলের খসড়া মমতাকে দিয়েছেন বলেও জানিয়েছেন। এখন দেখার বিষয় বিধানসভা নির্বাচনের আগে না পরে হয় এই রদবদল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।