West Bengal Government: অনলাইনেই পাওয়া যাবে জমি-বাড়ির দলিল, সরকারের নতুন উদ্যোগে কমছে খরচ

Published : Mar 14, 2025, 09:44 PM ISTUpdated : Mar 14, 2025, 10:41 PM IST
KMC

সংক্ষিপ্ত

House Deed: যে কোনও ব্যক্তির কাছেই জমি ও বাড়ির দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পুরনো হোক বা নতুন, জমি-বাড়ি সংক্রান্ত কাগজপত্র অত্যন্ত যত্ন সহকারে রেখে দিতে হয়। এগুলি পাওয়া না গেলে সমস্যা হয়।

House Deed: জমি বা বাড়ির পুরনো দলিল (House Deed) কোনওভাবে খোয়া গেলে পুরসভা (Municipality) বা পঞ্চায়েতের (Panchayat) মাধ্যমে বিকল্প নথি পাওয়ার ক্ষেত্রে এতদিন বিস্তর ঝক্কি পোহাতে হত। তবে এবার সাধারণ মানুষের সুবিধার্থে অন্য ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এবার থেকে অনলাইনেই পাওয়া যাবে জমি বা বাড়ির দলিল। অনলাইনে জমি বা বাড়ির সার্টিফায়েড কপি পাওয়ার জন্য মাত্র ১০০ থেকে ২০০ টাকা খরচ করতে হবে। ফলে কোনও সরকারি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। গুরুত্বপূর্ণ সরকারি নথি পাওয়ার কোনও দালালকে টাকা দিতে হবে না। ফলে বহু মানুষের যেমন সময়, ঝঞ্ঝাট বাঁচবে, তেমনই অনর্থক টাকা খরচও করতে হবে না।

চার দশকের পুরনো দলিলও পাওয়া যাবে

এতদিন জমি বা বাড়ির দলিলের কপি পাওয়ার জন্য দালালদের কয়েক হাজার টাকা দিতে হত। তাছাড়া অনলাইনে ২০০৭ সাল থেকে রেজিস্ট্রি হওয়া জমি বা বাড়ির দলিল পাওয়া যেত। তবে এবার রাজ্য সরকারের নতুন ব্যবস্থা অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে রেজিস্ট্রি হওয়া জমি ও বাড়ির দলিল অনলাইনে পাওয়া যাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ১৯৮৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রেজিস্ট্রি হওয়া প্রায় তিন কোটি জমি ও বাড়ির দলিল ডিজিট্যালি সংরক্ষণ করা হয়েছে। একটি পোর্টালে দলিলগুলি সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকেই সাধারণ মানুষ নিজেদের দলিল সংগ্রহ করতে পারবেন। এই ব্যবস্থা চালু হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন।

আরও পুরনো দলিল অনলাইনে পাওয়া যাবে!

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬৫ সাল থেকে এখনও পর্যন্ত যত বাড়ি ও জমির রেজিস্ট্রি হয়েছে, সেগুলিও ডিজিট্যালি সংরক্ষণের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সব দলিল অনলাইনে পাওয়া যাবে। বাড়িতে বসে সহজেই দলিল ডাউনলোড করা যাবে। নিজে ডাউনলোড করতে না পারলে বাংলা সহায়তা কেন্দ্র থেকে ডাউনলোড করা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর