একমাত্র তৃণমূলই বারবার বিজেপিকে হারিয়েছে, মালদায় অভিষেকের নিশানায় কংগ্রেস

Saborni Mitra   | ANI
Published : Jan 08, 2026, 09:46 PM IST
Abhishek Banerjee Asserts TMC is the Only Party to Defeat BJP in Bengal

সংক্ষিপ্ত

মালদায় অভিষেক ব্যানার্জীর বক্তব্য, যেখানে তিনি দাবি করেছেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। তিনি পরিযায়ী শ্রমিকদের হয়রানি এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধেও কথা বলেছেন। 

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির ওপর তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে ধারাবাহিকভাবে পরাজিত করতে সক্ষম একমাত্র শক্তি হল তৃণমূল। মালদায় পরিযায়ী শ্রমিকদের এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় অভিষেক বলেন, "একদিকে কংগ্রেস, তারপর সিপিআই(এম), বিজেপি এবং আরও অনেক নতুন রাজনৈতিক দল এসেছে। কিন্তু আপনাদের দেখতে এবং বুঝতে হবে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই সেই দল যারা বারবার বিজেপিকে পরাজিত করেছে।" ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন।

পরিযায়ী শ্রমিক ইস্যু

তার আগেই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হয়রানির অভিযোগের বিষয়টি তুলে ধরে অভিষেক অবৈধ অভিবাসন নিয়ে বিজেপির বক্তব্যের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেন, "বাংলায় কথা বলার জন্য মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী, খগেন মুর্মু, দিলীপ ঘোষ একই ভাষায় কথা বলার জন্য কেন জেলে যাবেন না?"

তৃণমূল নেতা রাজনৈতিক পুনর্বিন্যাসেরও ইঙ্গিত দিয়ে দাবি করেন, "কিছু দল বিজেপির সঙ্গে চুক্তি করেছে, এবং আপনারা সময়ের সঙ্গে সঙ্গে তা জানতে পারবেন," যদিও তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

নিশানায় হুমায়ুন

অভিষেক বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীরের বিরুদ্ধেও কটাক্ষ করেন, যিনি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরির পরিকল্পনা ঘোষণা করার পর দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তিনি বলেন, "যিনি ২০১৯ সালে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি আজ বিজেপিকে সাহায্য করছেন। তিনি বাবরি মসজিদ তৈরি করে মানুষকে বোকা বানাচ্ছেন। তিনি একজন মানুষেরও সাহায্য করবেন না। কোনো ধর্মই বিভেদ এবং হিংসা শেখায় না।"

আগামী নির্বাচনী লড়াইয়ের আগে আত্মবিশ্বাস প্রকাশ করে অভিষেক জোর দিয়ে বলেন, "এটা তিন বছরের ব্যাপার। বিজেপি শোচনীয়ভাবে পরাজিত হবে। কিন্তু আমাদের সবাইকে বাংলায় যেমন সকলে একত্রে02 আছি, তেমনই থাকতে হবে।" তিনি বিহারের মতো রাজ্যের সঙ্গে বাংলার রাজনৈতিক ঐক্যের তুলনা করে বলেন, সেখানকার অনৈক্যের কারণেই বিজেপি জয়ী হতে পেরেছে।

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন সংসদ অধিবেশনে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের হয়রানির বিষয়টি উত্থাপন করবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে, তৃণমূল-নেতৃত্বাধীন জোট ২৯৪টি আসনের মধ্যে ২১৫টি আসনে জয়লাভ করে, যেখানে বিজেপি ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কুয়াশার চাদরে ঢাকবে বাংলা! শীতের দাপটে জুবুথুবু অবস্থা থেকে কবে মিলবে মুক্তি? জানুন পূর্বাভাস
Suvendu Adhikari: ‘অনেক চুরি দেখেছি কিন্তু ফাইল চুরি এই প্রথম!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু