Abhishek Banerjee: "দু-গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট!" বিস্ফোরক অভিষেক

Published : Jan 19, 2026, 07:23 PM ISTUpdated : Jan 19, 2026, 07:31 PM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

Abhishek Banerjee: সোমবার, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে, কাছারি ময়দানের সভাতে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Abhishek Banerjee: বিজেপি এবং নির্বাচন কমিশনকে জোরালো নিশানা করলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে, কাছারি ময়দানের সভাতে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

এদিন তাঁর বক্তব্যের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে চলে আসে। আর তারপরেই মঞ্চে ওঠেন অভিষেক। বক্তব্য রাখতে উঠেই তিনি বলেন, "বিজেপির এসআইআর-এর খেলা শেষ। আজ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। দলীয়ভাবে তৃণমূল সেই মামলা ফাইল করেছে। আমাদের দাবি ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ১ কোটি ৩৫ লক্ষ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিস পাঠানো হচ্ছে, তাদের তালিকা দ্রুত প্রকাশ করুন। কমিশন বলেছিল, আমরা তালিকা প্রকাশ করব না। কারণ, তালিকা প্রকাশিত হলে তো ওদের খেলাটা ধরা পড়ে যাবে।”

তিনি আরও যোগ করেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ আসলে বাংলার সাধারণ মানুষের জয়। এক কোটি মানুষকে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেবে বলেছিল ওরা। এই জয় সেই খেটে খাওয়া মানুষের জয়, বাংলার জয়, মা মাটি মানুষের জয়।”

আর কী বললেন অভিষেক?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “কার ক্ষমতা বেশি, মোদীজি? ১০ কোটি মানুষ, নাকি বিজেপির জমিদারদের? আজ কোর্টে হারালাম, এরপর এপ্রিলে ভোটে হারাব। তৈরি থাকো। আমরা যে দাবিগুলি নিয়ে সংসদের ভিতরে, বাইরে এবং জনসভায় সরব হয়েছিলাম, সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। তারা বলেছে, শুধু লিস্ট রিলিজ় করলেই হবে না। গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা টাঙাতে হবে। আমরা তো এটাই চেয়েছিলাম। বিজেপি ভেবেছিল যে, যারা এদের ভোট দেয় না, যারা এদের হারিয়েছে, তাদের জব্দ করবে। ঠিক সেই কারণেই, ১ কোটি মানুষকে রাজ্যের ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে মোদী সরকার এবং কমিশন বাদ দিতে চেয়েছিল। এরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দিতে হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এটা বারাসত না বাংলাদেশ? 'জয় শ্রীরাম' বলায় বেধড়ক মারধর এক ব্যাক্তিকে, ভিডিও ভাইরাল
Mithun Chakraborty: ‘আমার মতে ওই ফাইলে ৩টি জিনিস থাকতে পারে…!’ IPAC কাণ্ডে ভয়ঙ্কর কথা মিঠুনের