কী কারণে সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রশ্নে 'নীরব' মোদী? মুখ খুললেন দিলীপ ঘোষ

Published : Jan 19, 2026, 01:27 PM IST
bjp dilip ghosh on pm narendra modi rally at singur

সংক্ষিপ্ত

বিজেপির রাজ্য নেতারা প্রচার করেছিলেন, বাংলার বিজেপির সরকার হলে সিঙ্গুরে শিল্প হবে, টাটা কারখানা করবে। যদিও রবিবার ভাষণ দিতে গিয়ে সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গেই বাদ গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে।

বিজেপির রাজ্য নেতারা প্রচার করেছিলেন, বাংলার বিজেপির সরকার হলে সিঙ্গুরে শিল্প হবে, টাটা কারখানা করবে। যদিও রবিবার ভাষণ দিতে গিয়ে সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গেই বাদ গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। আধ ঘণ্টার বেশি বক্তব্যে নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেও সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে একটা শব্দও মোদী বললেন না। এনিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছেন রাজ্যের নেতারা। সঙ্গে যোগ হয়েছে শাসসদল তৃণমূল কংগ্রেসের খোঁচা। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। সিঙ্গুরে শিল্পের প্রশ্নে মোদীর নীরবতা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিঙ্গুরে মোদীর সভা নিয়ে গোড়া থেকেই শিল্প ফেরানোর প্রচার চালাচ্ছিল রাজ্য বিজেপি। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দাবি করেছিলেন, সিঙ্গুরে টাটাকে ফেরানো হবে। কারখানা হবে সিঙ্গুরে। সিঙ্গুরের অনেক মানুষই তা নিয়ে উচ্ছ্বসিত হন। তাঁরাও চাইছেন ওই জমিতে কারখানা হোক। ২০০৮ সালের ৩ অক্টোবর রতন টাটা ঘোষণা করেছিলেন, সিঙ্গুরে টাটাদের কারখানা থাকবে না। টাটাদের সেই ন্যানো কারখানা উঠে যায় গুজরাটের সানন্দে। তাৎপর্যপূর্ণভাবে সেইসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। ফলে এদিন প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে টাটাদের কারখানা নিয়ে তৃণমূলকে নিশানা করতে পারেন বলে মনে করছিলেন অনেকেই। ফলে রবিবার সিঙ্গুরে টাটার মাঠের জনসভার দিকে তাকিয়ে ছিল সিঙ্গুরবাসী।

সভা থেকে মোদী কী বলেন, সেদিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহলও। কিন্তু ভাষণে সিঙ্গুর থেকে টাটাদের কারখানা চলে যাওয়া নিয়ে একটা কথাও বলেননি প্রধানমন্ত্রী। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর প্রসঙ্গে বলেন মোদী। বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর শর্ত হল আইনশৃঙ্খলার উন্নতি। আর তা সম্ভব শুধু তৃণমূল হারলে, বিজেপি সরকার গড়লে। মোদী বলেন, 'এ রাজ্যে বিনিয়োগ তখনই আসবে, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে। সব কিছুতে সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে রাখা হয়েছে। সিন্ডিকেট ট্যাক্স এবং মাফিয়াবাদকে বিজেপিই শেষ করবে। এটাই মোদীর গ্যারান্টি।'

মোদীর বক্তব্য শেষ হওয়ার পরই এই নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূল ও বিজেপিকে খোঁচা দেয় বাম ও কংগ্রেস। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূলও। তারপরই আসরে নেমে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার যুক্তি দিলেন, কেন টাটা কারখানা নিয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদী। এনিয়ে সোমবার দিলীপ ঘোষ বলেন, 'উনি তো আগেই বলেছেন যে এখানে আইনশৃঙ্খলা ঠিক না হলে শিল্প হবে না। সরকার হবে, শিল্পের জন্য বেসিক জিনিস যাতাযাত ব্যবস্থা, রেল, সবকিছু তৈরি করে দিচ্ছেন। উদাহরণ রাখছেন কীভাবে আমরা করব।'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের
TMC vs ISF News: আসন্ন ভোটের আগেই নওশাদ-মমতার পতাকা যুদ্ধ! দুই দলের মধ্যে তুমুল হাতাহাতি