'৪ জুন চিচিংফাঁক', শেষ প্রচারে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপি 'খতম' বলে হুংকার অভিষেকের

Published : May 30, 2024, 09:35 PM IST
ABHISHEK BANERJEE

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বিকেলে মহেশতলার বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোডশো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ নির্বাচনী প্রচারে রোজশোর পরই গাড়িতে দাঁড়িয়েই চলতি নির্বাচনী প্রচারের শেষ ভাষণ দেখন। 

লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রচারের শেষ দিনে বিজেপিকে ব়় হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মহেশতলার জনসভায় অভিষেক বলেন, 'আগামী ৪ জুন ফলপ্রকাশের দিনই বিজেপি খেলা শেষ।' রীতিমত হুংকার দেন তৃণমূলের নম্বর টু।

বৃহস্পতিবার বিকেলে মহেশতলার বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোডশো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ নির্বাচনী প্রচারে রোজশোর পরই গাড়িতে দাঁড়িয়েই চলতি নির্বাচনী প্রচারের শেষ ভাষণ দেখন। সেখানেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি বলেন, 'উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী... দশমীর দিন চিচিং ফাঁক। ৪ তারিখ হবে চিচিং ফাঁক । বিজেপির খেল খতম। সবুজ আবির তৈরি করে রাখুন।'

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচনের খুঁটি পুজো। সেই প্রসঙ্গ টেনে এনে এদিন অভিযোগ করেন খুঁটি পুজো তিনি বলবেন না। এটি বিজয় দশমী বলেও দাবি করেন তিনি।

মহেশতলা লোকসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্র থেকে তিনি তিন বারের সাংসদ। তিনি এবারও জিতবেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন এবার চার লক্ষের বেশি ভোটে তিনি জয়ী হবেন। তিনি আরও বলেন, 'সন্দেশখালির মতো পরিকল্পিত চক্রান্ত করে বাংলার ৫ কোটি মায়ের সম্ভ্রম দিল্লির তল্পিবাহকতা করে দেশের ১৪০ কোটি মানুষের কাছে ছোট করেছে। এরা বাংলা বিরোধী।'

লোকসভা নির্বাচনের প্রচারে আজই ছিল শেষ দিন। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফায় ভোট গ্রহণ। ভোট গণনা হবে আগামী ৪ জুন, মঙ্গলবার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?