পিসির বাড়ির কালীপুজোয় সম্পূর্ণ অন্য রূপে অভিষেক, নজর কাড়লেন হাজার হাজার টাকার পাঞ্জাবিতে

Published : Nov 01, 2024, 11:24 AM ISTUpdated : Nov 01, 2024, 12:43 PM IST

আড়াই মাস অজ্ঞাতবাসের পর অবশেষে মমত বন্দ্যোপাধ্যয়ের বাড়ির কালীপুজোতে প্রকাশ্যে এলেন তৃণমূল কংগ্রেসের নম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাও আবার মুম্বইয়ের মাসাবার তৈরি স্টাইলিশ পোশাকে। 

PREV
110
মমতার বাড়িতে অভিষেক

অন্যান্য বছরের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো হয়েছে। আর সেখানেই উপস্থিত হয়ে রীতিমত তাক লাগিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

210
মেয়ের সঙ্গে অভিষেক

মেয়ের হাত ধরেই পিসির বাড়ির কালী পুজোতে এলেন অভিষেক। প্রায় আড়াই মাস পরে তাঁকে প্রকাশ্যে দেখা গেল।

310
অভিষেকের পোশাক

তবে এদিন সম্পূর্ণ অন্য পোশাকে নজর কাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে সিল্কের সাদা ফুল ছাপ পাঞ্জাবি। আর চুড়িদার চোখে রাতের বেলাতেও রোদ চশমা। কারণ সম্প্রতি তাঁর চোখে অপারেশন হয়েছে।

410
মাশাবার তৈরি পোশাক?

কালীঘাটে গুঞ্জন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কাল রাতে আর্থাৎ কালীপুজোর দিন যে পোশাক পরেছিলেন সেটি বিখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তার তৈরি। পাঞ্জাবিটি ক্রিম কালারের, ছোট ছোট সোনালি ফুল দেওয়া হয়েছে। আর গলায় ছিল হালকা জরির কাজ করা।

510
পুজো বাড়িতে অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় , অর্থাৎ পিসির বাড়ির পুজোসে সপরিবারের গিয়েছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের আপলড করা ছবিতে স্ত্রী রুজিরা দুই সন্তানকেও দেখা গিয়েছিল।

610
এক বেঞ্চে পিসি ভাইপো

কালীপুজোর যজ্ঞতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে পাশাপাশি একই বেঞ্চে বসে ছিলেন। একই সঙ্গে তাঁরা যজ্ঞের অনুষ্ঠানও দেখান।

710
ভিষেকের পোশাক বদল

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঞ্জাবিতে খুবকমই দেখা যায়। কারণ জনজোয়ার যাত্রার সময় থেকেই তাঁকে প্রায়ই দেখা দিয়েছিল সাদা টিশার্ট বা শার্টে। মাঝখানে ইডির অফিসে গিয়েছিলেন কালো রঙের টিশার্টে। আর হুগলিতে অভিষেক নজর কেড়েছিলেন নীল রঙের শার্টি।

810
সাদাতেই স্বাচ্ছন্দ্য!

সম্প্রতি সংসদ থেকে শুরু করে ভোট প্রচার, এমন কী শপথ গ্রহণ অনুষ্ঠানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাদা শার্ট বা টিশার্টেই বেশি দেখা গিয়েছে। একটা সময় সংসদেও অভিষেককে সাদা পাঞ্জাবি বা শার্টেই দেখা যেত।

910
মাাসাবার ওয়েব সাইটে পোশাক

মাসাবার ওয়েব সাইটে প্রায় একই রকম পোশাকের ছবি রয়েছে। পোশাকের নাম 'আইভরি ওয়াইন গার্ডেন কুর্তা'। দাম ১৫ হাজার টাকা। তবে অভিষেক বা তাঁর পরিবার কিন্তু জানায়নি কোথা থেকে কেনা হয়েছে। অনেকেই অনুমান করেছেন এটি মাসাবার থেকে কেন হয়েছে।

1010
মাসাবা গুপ্তা

নীনা গুপ্তার মেয়ে। এই দেশের বিখ্যাত ফ্যাশান ডিজাইনার। তাঁর তৈরি পোশাক বলিউডের স্টাররাও পরেন। মুকেশ আম্বানির পুত্রবধূদেরও পছন্দের তালিকয় রয়েছেন মাশাবা।

Read more Photos on
click me!

Recommended Stories