Published : Nov 01, 2024, 10:18 AM ISTUpdated : Nov 01, 2024, 12:02 PM IST
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রায় ৫৭ প্রকল্প চালায়। যারমধ্যে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে খুব পিছনে নেই রূপশ্রী প্রকল্প। এই প্রকল্প তরুণীদের বিয়েতে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যেই চালু করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষের জন্য ৫৭টি প্রকল্প চালায়। জনপ্রিয় প্রকল্পগুলি হল- লক্ষ্মীর ভাণ্ডার. রূপশ্রী প্রকল্প, কৃষকবন্ধু প্রকল্প, বার্ধক্যভাতা প্রকল্প।
210
রূপশ্রী প্রকল্প
রূপশ্রী প্রকল্প নতুন কোনও প্রকল্প নয়। কয়েক বছর ধরেই চালু রয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হয় রাজ্যের তরুণী মেয়েদের বিয়েতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা।
310
রূপশ্রী প্রকল্প চালু
২০১৮ সালের ১ এপ্রিল থেকে চালু হয়েছে এই প্রকল্প। রাজ্যে বসবাসকারী দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার।
410
কন্যাদায়গ্রস্ত পিতাদের সুবিধে
এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের বিয়ের জন্য মমতা সরকার ২৫ হাজার টাকা করে দেয়। তবে এই টাকা দেওয়ার কিছু শর্ত রয়েছে।
510
কন্যাশ্রী প্রকল্পের শর্ত
এই প্রকল্পের টাকা পাওয়ার প্রথম শর্তই হল মেয়ের বয়স অবশ্যই ১৮ বছরের উপর হতে হবে। আর পাত্রের বয়স হতে হবে ২১ বছরের ওপর। আর্থাৎ বাল্যবিবাহ রুখতে এই প্রকল্প দারুণ সহায়ক।
610
পশ্চিমবঙ্গের বাসিন্দা
এই প্রকল্পের দ্বিতীয় শর্তই হল আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হে হবে। আবেদনকারীকে টানা পাঁচ বছর এই রাজ্যে থাকতে হবে। আবেদনকরীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যকাউন্ট থাকতে হবে। বাবা ও মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
710
রূপশ্রী বাংলায় আবেদন করবেন কীভাবে
প্রকল্পের সবকটি শর্ত পুরণ করতে পারলে তবেই আবেদনকারী ২৫ হাজার টাকা পাবেন। কিন্তু তারজন্য প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে যেতে হবে বিডিও অফিসে।
810
বিডিও অফিস থেকে আবেদন
বিডিও অফিস বাএসডিও অফিস বা পুর কমিশনারের অফিসেগিয়ে আবেদনপত্র জমা দিয়ে হবে
910
আবেদনপত্র জমা দেওয়ার সময়
মেয়ের বিয়ে কমপক্ষে মাসখানেক থেকে ১৫ দিন আগে আবেদন করতে পারবেন। তার আগে বা পরে নয়।
1010
টাকা পাবেন
বিয়ের কমপক্ষে চার থেকে পাঁচ দিন আগেই রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা ঢুকে যাবে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।