অনুব্রত-কাজলের দ্বন্দ্বের আজই ইতি টানবেন অভিষেক? বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠক

Published : Sep 15, 2025, 09:40 AM IST

Abhishek Banerjee Meet TMC Leader: আজ কলকাতায় বীরভূমের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। বৈঠক হবে পুরুলিয়ার নেতাদের সঙ্গেও। 

PREV
15
ভোটের লক্ষ্য

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র ৭-৮ মাস। ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। তৃণমূল কংগ্রেসের সেনাপতি বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ইতিমধ্যেই জেলা ধরে ধরে বৈঠক করেছেন। এই অবস্থায় আজ বৈঠকে বসবেন রাজ্যের সবথেকে বিতর্কিত জেলা বীরভূমের নেতাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল।

25
বীরভূমে তৃণমূলের কোর কমিটি

অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরই বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোনও জেলা সভাপতি নেই। তৃণমূল সুপ্রিমো একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কোর কমিটির হাতেই রয়েছে জেলা সংগঠনের দায়িত্ব। কিন্তু সেখানেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে।

35
অনুব্রত বনাম কাজল

রাজনৈতিক মহলের বক্তব্য বীরভূমে তৃণমূল কংগ্রেসের একাধিক গোষ্ঠী রয়েছে। যুযুধান গোষ্ঠী হল অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। তাদের দ্বন্দ্ব মেটাতে একাধিকবার তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এই অবস্থায় আজ ফের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ।

45
কলকাতায় বৈঠক

কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হবে বৈঠক। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন বীরভূমের বিধায়ক ও সাংসদও। অর্থাৎ যুযুধান সবপক্ষ এদিন উপস্থিত থাকবেন কলকাতায়। তাই দেখার কী বার্তা দেন অভিষেক।

55
পুরুলিয়ার বৈঠক

আজ বীরভূমের জেলা নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুরুলিয়ার জেলা নেতাদেরও ডেকে পাঠান হয়েছে। লোকসভা নির্বাচনে এই জেলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই জেলাতেও সাংগঠনিক স্তরে কিছু সমস্যা রয়েছে। দুর্বলতার কারণ নিয়ে চিন্তিত রয়েছেন শীর্ষ নেতারা। তাই পুরুলিয়ার বৈঠকও গুরুত্বপূর্ণ।

Read more Photos on
click me!

Recommended Stories