গত বিধানসভা নির্বাচন, ২০২১ সালে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন নওশাদ। তারপর অবশ্য লোকসভা নির্বাচনে জোট ভেঙে যায়। আসন রফা হয়নি। অধীরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল আইএসএফ। বামেদের বিরুদ্ধেও লড়াই করেছিল। সম্পর্কেও চিড় ধরেছিল। আর সেই কারণে এবার বিধানসভা নির্বাচনের প্রায় ৬ মাস আগে থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন নওশাদ সিদ্দিকি। তেমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে জোট হবে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি কেউ।