২০২৬-এর ভোট প্রস্তুতি শুরু! বিমান বসুর কাছে কী চিঠি নিয়ে যেতে চান নওশাদ সিদ্দিকি

Published : Sep 14, 2025, 03:56 PM IST

Naushad Siddiqui  & Biman Bose: ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন তিনি বিমান বসুকে একটি চিঠি পাঠিয়েছেন। ইমেল করে তিনি চিঠি পাঠিয়েছেন বলেও জানিয়েছেন। 

PREV
15
ভোট প্রস্তুতি

২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক ও বিরোধী দল। ভোট প্রচার থেকে রণকৌশল নির্ধারণ করা সবই সব বিষয় তৎপর রাজনৈতিক দলগুলি। জোট বাঁধার কাজও শুরু হয়ে গেল। যার ইঙ্গিত দিচ্ছেন বিধানসভায় সেই সময়ের একমাত্র বাম-কংগ্রেস-আইএসএফ জোট প্রার্থী নওশাদ সিদ্দিকি। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

25
বিমান বসুকে চিঠি

ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন তিনি বিমান বসুকে একটি চিঠি পাঠিয়েছেন। ইমেল করে তিনি চিঠি পাঠিয়েছেন বলেও জানিয়েছেন। কিন্তু সেই চিঠিতে কী কী লেখা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি নওশাদ সিদ্দিকি।

35
নওশাদের বার্তা

নওশাদ আরও জানিয়েছেন, তিনি জেনেছেন ইমেলে পাঠান চিঠি বিমান বসু হাতে পারনে। তাই তিনি চিঠি নিয়ে সেপ্টেম্বর মাসেই সোজা চলে যাবেন বিমান বসুর কাছে। প্রবীণ রাজনীতিবীদের সঙ্গে দেখা করেই তিনি হাতে হাতে চিঠিটি তুলে দেবেন।

45
বিমান বসুর সঙ্গে দেখা

নওশাদ আরও বলেছেন, তিনি বিমান বসুর সঙ্গে দেখা করে আইএসএফ-র চিন্তা ভাবনার কথাও সরাসরি বিমান বসুকে জানিয়ে আসবেন। আইএসএফ-এর একটি সূত্র জানাচ্ছে শুধু বামেদের সঙ্গেই নয় নওশাদ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকেও একটি জোটবার্তা দিতে চান। তিনি কংগ্রেস নেতাদের সঙ্গেও কথা বলতে চান।

55
ড্যামেজ কন্ট্রোল

গত বিধানসভা নির্বাচন, ২০২১ সালে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন নওশাদ। তারপর অবশ্য লোকসভা নির্বাচনে জোট ভেঙে যায়। আসন রফা হয়নি। অধীরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল আইএসএফ। বামেদের বিরুদ্ধেও লড়াই করেছিল। সম্পর্কেও চিড় ধরেছিল। আর সেই কারণে এবার বিধানসভা নির্বাচনের প্রায় ৬ মাস আগে থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন নওশাদ সিদ্দিকি। তেমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে জোট হবে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি কেউ।

Read more Photos on
click me!

Recommended Stories