মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচি সম্পর্ক আগেই জানিয়েছিল নবান্ন। বলা হয়েছিল, প্রায় সাত দিনের উত্তরবঙ্গে সফরে যাবেন মমতা, ৬-১২ ডিসেম্বরের পর্যন্ত।
মাত্র এক দিনের ব্যবধানে উত্তরবঙ্গে সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবাম মমতা যাচ্ছেন উত্তরবঙ্গে। আর সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তৃণমূলের শীর্ষস্থানীয় দুই নেতাই পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান কার্শিয়াং-এ। সেখানেই যোদ দিতে পারেন মমতা-অভিষেক। আবেশ কার্শিয়াংএর মেয়েকে বিয়ে করেছেন। সূত্রের খবর পরিবারের সদস্য ও ঘনিষ্টদের উপস্থিতিতেই বিয়ে করবেন আবেশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচি সম্পর্ক আগেই জানিয়েছিল নবান্ন। বলা হয়েছিল, প্রায় সাত দিনের উত্তরবঙ্গে সফরে যাবেন মমতা, ৬-১২ ডিসেম্বরের পর্যন্ত। ৬ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ৮ ডিসেম্বরে কার্শিয়াংএ মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগদেবেন। বানারহাটে জমির পাট্টা বিলি করবেন। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দান করবেন। মুখ্যমন্ত্রী এই সফরের মধ্যেই উত্তরবঙ্গে বাণিজ্যিক সফরে যোগ দেবেন ৭ ডিসেম্বর। উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে হবে উত্তরবঙ্গ সামিট। তারই মধ্যে ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।
প্রশাসনিক সূত্রের খবর সোমবার দুপুরে ১টায় কলকাতা বিমান বন্দরে যাবেন অভিষেক। পৌঁছাবেন বাগডোগরা। সেখান থেকেই সড়ক পথে কার্শিয়াং যাবেন তিনি। তবে মঙ্গল ও বুধবারের কর্মসূচি জানান হয়নি। তবে বৃহস্পতিবার অভিষেক যাবেন কার্শিয়াং-এর কমিউনিটি হলে।
সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর সঙ্গে বিয়ে হতে চলেছে পাহাড়ের এক কন্যার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে হচ্ছে পাহাড়ি কন্যার। আগামী ৬ ডিসেম্বর বিয়ের আসর। মমতার পরিবার সূত্রের খবর আবেশ কেপিসি হাসপাতাল ও মেডিক্যেল কলেজে ডাক্তারি ছাত্র ছিলেন। সেখানেই আলাপ হয়েছিল সহপাঠীর সঙ্গে। তাঁর সঙ্গেই বিয়ে হচ্ছে। গত বছরই দার্জিং সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমাদের পরিবারের একজনকে বিয়ে দিচ্ছি। পাহাড়ের মেয়ের সঙ্গেই বিয়ে ঠিক হয়ে গেছে।' সূত্রের খবর তেমনই হতে চলেছে চলতি বছরই । এই বছরই এক পাহাড়ি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের গৃহলক্ষ্মী হয়ে আচতে চলেছে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।