পুজোর আগেই কলকাতায় বন্ধ হতে চলেছে ২০০০ বাস! যাতায়াতের চিন্তায় কপালে হাত আম জনতার

Published : Jul 13, 2024, 12:37 PM ISTUpdated : Jul 13, 2024, 02:24 PM IST

এইবারের বাসের সংখ্যাটা অনেক বেশি। এত সংখ্যক বেসরকারি বাস বন্ধ হলে বহু বাসরুটও ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

PREV
19

কলকাতা তীব্র যাতায়াত সংকটের সম্মুখীন হতে চলেছে। পুজোর আগেই করেক হাজার বেসকরকারি বাস তুলে নেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছে।

29

যা শহরে যাতায়াত ব্যবস্থায় ব্যাপকভাবে সঙ্কট তৈর করতে চলেছে। শহরের স্বাস্থ্য রক্ষায় ১৫ বছরের বেশি বাস চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

39

 বছরের শুরুতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। পুজোর আগে সেই নির্দেশ বলবৎ হতে চলেছে। এর জেরে কপালে হাত পড়েছে নিত্য যাত্রীদের।

49

এর আগেও ভোটের সময় বেশ কিছু বাস নির্বাচণের কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। ফলে সেই সময়েও শহর জুড়ে ভোগান্তিতে ছিলেন নিত্য যাত্রীরা। 

59

তবে এইবারের বাসের সংখ্যাটা অনেক বেশি। এত সংখ্যক বেসরকারি বাস বন্ধ হলে বহু বাসরুটও ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

69

এক ধাক্কায় ২০০০ বাস শহরে বন্ধ করে দিলে কী পরিস্থিতি তৈরি হবে সেই নিয়ে চিন্তায় বাস মালিক থেকে সাধারন মানুষ।

79

সূত্রের খবর অনুসারে, বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে ১৫ বছরের বেশি পুরনো বাস শহরের বুকে চালানো যাবে না।

89

২০০৯ সালের যে বাস চলতে শুরু করেছিল এই বছরেই সেই বাসগুলির ১৫ বছর হয়ে যাচ্ছে সেই কারণে ২০০৯ সালের বাসগুলি আর চালানো যাবে না। 

99

এমন পরিস্থিতে ১৫ বছরের বাস বাতিলের হবে এর পাশাপাশি নতুন বাস কিনতে বেশ চাপে পড়তে হচ্ছে বাস মালিকদের। এই সমস্যার সমাধাণ কিভাবে হবে এই বিষয়ে এখনও কোনও সঠিক উত্তর মেলেনি।

click me!

Recommended Stories