জল খেতে চেয়ে হাত টানাটানি নাবালিকার! অভিযুক্ত এলাকায় ঢুকতেই বেঁধে পেটাল স্থানীয়রা

Published : Mar 09, 2025, 01:48 PM IST
police maheshtala

সংক্ষিপ্ত

পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি ফেরি করে বেড়ায় এলাকায় এলাকায়। সেই মত দিন কয়েক আগে সে বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকায় মেয়েটি দরজা খুলতেই তার কাছে জল খেতে চায়। জল দেওয়ার পর অভিযুক্ত ওই ব্যক্তি মেয়েটির হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ।

নাবালিকা মেয়েকে উত্ত্যক্ত ও নানাভাবে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পোস্টে বেঁধে মারধর। পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায়।

অভিযোগ, বেশ কয়েকবার অভিযুক্ত ব্যক্তি নানা অছিলায় নাবালিকা মেয়েটির বাড়ি এসে তার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি নিয়ে পরিবারের লোক তাকে সতর্ক করে ছেড়ে দিলেও পরবর্তীতে সে একই কাজ করে বলে অভিযোগ। এরপরই রাস্তায় তাকে ধরে স্থানীয়রা পোস্টে বেধে উত্তমমধ্যম দেয়। জানা গিয়েছে, ক্ষিপ্ত জনতার উগ্রমুর্তি দেখে সে তার কর্মের জন্য ক্ষমাও চেয়ে নেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সীত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ২৩ নম্বর ওয়ার্ডের নতুনহাট গিরিন পার্ক এলাকায় এক ব্যক্তি ফেরি করতে এসে জল খাওয়ার নাম করে নাবালিকার হাত চেপে ধরে তার সঙ্গে দুর্ব্যবহার করে। পরে নাবালিকা তার পরিবারকে জানাই গোটা ঘটনার কথা। ওই ব্যক্তিকে সতর্ক করলেও শোনেননি । গত বুধবার নাবালিকা স্কুল থেকে ফেরার পথে ওই ব্যক্তি নাবালিকার পথ আটকে তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া না দিয়ে তাকে দুচার কথা শুনিয়ে দিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা । আজ অভিযুক্ত ব্যক্তি এলাকায় ঢুকলে স্থানীয়রা ধরে পোস্টে বেঁধে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পোস্টে বাধা ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।

পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি চাল ফেরি করে বেড়ায় এলাকায় এলাকায়। সেই মত দিন কয়েক আগে সে বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকায় মেয়েটি দরজা খুলতেই তার কাছে জল খেতে চায়। জল দেওয়ার পর অভিযুক্ত ওই ব্যক্তি মেয়েটির হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ওই ব্যক্তিকে তার পরিবার সাবধান করে ছেড়ে দিলেও পরে আবারও একই কাজ করে ওই ব্যক্তি। এদিন অভিযুক্ত এলাকায় ঢুকতেই তাকে বেঁধে মারধর করা হয়েছে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?