তৃণমূলকর্মীকে গুলি করতে এসেছিল, ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ অন্য যুবক! শোরগোল কামারহাটিতে

Published : Mar 09, 2025, 10:03 AM IST
Crime

সংক্ষিপ্ত

ডাক্তার দেখিয়ে আসার পথে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সেই সময়ে আচমকা তিনজন দুষ্কৃতী মোটর বাইকে এসে গুলি ছুঁড়তে শুরু করে। সেই সময়ে দুষ্কৃতিদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সন্তু দাসের গায়ে লাগে।

রাতে বেলা গুলি চলল কামারহাটিতে। দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে জখম হলেন সাধারণ নাগরিক। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মীও। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি এলাকায়। জনবহুল জায়গায় এই শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। জানা গিয়েছে, যে ব্যাক্তি এই ঘটনার মধ্যে পড়ে জখম হলেন তিনি রাতের বেলায় স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই দুষ্কৃতিরা তৃণমূল কর্মী বিকাশ সিং-এর উপর হামলা চালানোর উদ্দেশ্য গুলি চালিয়েছিল। তাদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সন্তু দাস নামে ওই ব্যক্তি জখম হন। খবর মিলেছে দুষ্কৃতীদের হামলায় এক তৃণমূল কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন । শনিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িছে।

স্থানীয় সূত্রে খবর, শুটআউটের ঘটনাটি ঘটেছে রাতের বেলায় কামারহাটির রাস্তায়। ১ নম্বর আজাদহিন্দ নগরের বাসিন্দা সন্তু দাস কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে চৌধুরী পাড়ায় স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে আসার পথে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সেই সময়ে আচমকা তিনজন দুষ্কৃতী মোটর বাইকে এসে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ সূত্রের খবর, এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত বিকাশ সিং-কে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা । সেই সময়ে দুষ্কৃতিদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সন্তু দাসের গায়ে লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বেলঘরিয়া থানার পুলিশ। ঘনবসতি এলাকায় শুটআউটের ঘটনা খবর ছড়াতেই প্রবল আতঙ্কিত সাধারণ বাসিন্দারা।

কার এই ঘটনা ঘটাল তা কিছুই বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বিকাশ সিংয়ের স্ত্রী। ছেলে কান্নায় ভেঙে পড়েছেন বিকাশ সিংয়ের মা। সন্তু দাসের স্ত্রী রিয়া বলেন, ‘ডাক্তার দেখাতে গিয়ে ফেরার পথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ বাইকে চেপে তিন জন এসে গুলি করতে শুরু করে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি সাউথ অনুপম সিং বলেছেন, ‘২ রাউন্ডের বেশি গুলি চলেছে। ২ জন জখম হয়েছেন। সন্তু দাসের গায়ে গুলি ছুয়ে বেরিয়ে গেলেও তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের পেটে গুলি লেগেছে।’ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?