'সরকার আমায় নেমতন্ন করলে আমি যেতে বাধ্য', আরজি কর ইস্যুতে কুণালকে কড়়া জবাব টালিগঞ্জের এই অভিনেত্রীর

Published : Dec 30, 2024, 09:33 PM IST
Kunal Ghosh

সংক্ষিপ্ত

কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী বিদীপ্ত চক্রবর্তী। তিনি বলেছেন, 'তৃণমূলের কোনও কিছুতে আমি থাকিনি আর 

আরজি কর ইস্যুতে কুণাল ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন টালিগঞ্জের অভিনেত্রী বিদীপ্তা চক্রব্রর্তী। সম্প্রতি আরজি কর আন্দোলনে যোগ দেওয়া টালিগঞ্জের শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি আরও বলেছেন আরজি করের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট নিয়ে 'নাটক' করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনকারী শিল্পীদের যেন না দেখা দেয়। সেই হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায় রীতিমত ক্ষুব্ধ শিল্পীদের একাংশ।

কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী বিদীপ্ত চক্রবর্তী। তিনি বলেছেন, 'তৃণমূলের কোনও কিছুতে আমি থাকিনি আর থাকবও না। কিন্তু সরকার থেকে আমায় নেমতন্ন করা হলে সেখানে আমি যেতে বাধ্য। উনি গুলিয়ে ফেলেছেন। রাজ্য সরকার আলাদা বিষয়। আমি বিজেপি বিরোধী হতে পারি। কিন্তু সরকারের তরফে যদি কোনও কিছুতে আমায় আমন্ত্রণ জানানো হয় তাহলে আমি যেতে বাধ্য সেখানে। কলকাতা ফিল্মফেস্টিভ্যাল আমি গিয়েছিলাম। সেটা কি তৃণমূল করেছে বলে গিয়েছিলাম। সরকার থেকে আয়োজন করা হয়েছিল বলে গিয়েছিলাম। এই বোকা কথাগুলোর কোনও যুক্তিই আমি খুঁজে পাই না। কুণাল ঘোষ নামটা বলতে গেলে যে কয়েকটা শব্দ খরচ করতে হয় সেটাও আমি করতে চাই না।'

আরজি করের ঘটনার পর একাংশ শিল্পীদের পথে নামতে দেখা যায়। চিকিৎসকদের আন্দোলনে মিশে গিয়েছিলেন তাঁরা। এমনকী, ডাক্তাররা যখন অনশনে বসেছিলেন সেই সময়ও কয়েকজন শিল্পী প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন। এবার তাঁদের উদ্দেশ্যেই বার্তা গেল তৃণমূল নেতার। সাংবাদিকদের কুণাল বলেছেন,'আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম নয়। একশো শতাংশ নিন্দা করবেন। কেন করবেন না? যাঁরা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে-গালে জুতো মারো তালে-তালে কখনও বলছেন বাংলাদেশের মতো পালাতে হবে। মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন। আমাদের দলের আয়োজিত কোনও অনুষ্ঠানে যেন তাঁদের দেখা না যায়। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে।' তিনি আরও বলেছেন, দুই মাস আগে বিপ্লব করেছেন আর আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচগান করবেন- এটা চলতে পারে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর