'মহিলাদের পার্টি অফিসে পিঠা তৈরি করতে নিয়ে গিয়েছিল', মমতার সন্দেশখালি সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Published : Dec 30, 2024, 06:27 PM IST
Suvendu Adhikari takes a dig at Mamata Banerjee Sandeshkhali visit bsm

সংক্ষিপ্ত

তমলুকে ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেন শুভেন্দু। 

'বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থম করেছিলেন।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফর নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তমলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ' মুখ্যমন্ত্রী কে সন্দেশখালির মানুষ মুখ ফিরিয়েছে। যখন সন্দেশখালিতে জমির লুট হয়েছিল,শারীরিক নির্যাতিত হয়েছিল, ওদের দলের কর্মীরা পার্টি অফিসে মহিলাদের পিঠা তৈরি করতে নিয়ে গিয়েছিল সেই দিনমুখ্যমন্ত্রী যা যাননি। একজন মহিলা হয়ে সেইদিন যা কাজ করার কথা ছিল করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন। ' তিনি আরও বলেন, বিজেপি ছিল বলেই শাহজাহানের জেল হয়েছিল। তাঁর কথায় যখন প্রয়োজন ছিল তখন মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যাননি। কিন্তু এখন গিয়েছেন।

শহীদ মাতঙ্গিনী ব্লকের নারান দাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরতি এবং কীর্তন করতে দেখা যায় শুভেন্দু অধিকারী কে। প্রসাদে বিতরণ করেন তিনি।

সুজয় মণ্ডল , যিনি রেখা পাত্রের রাজনৈতিক গুরু তিনি এদিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। সুজয় মাস্টারের তৃণমূলের যোগদান নিয়ে বলেন উনি তো অনেকদিন ধরেই তৃণমূল করেন। গত পাঁচদিন আগে আমাকে মেসেজ করেছিলেন আমার কাছে গোছানো আছে। আমাকে বাধ্য করছে আবার তৃণমূলের ঢুকানোর।

নন্দীগ্রামে বোমা উদ্ধারে নিয়ে বলেন, আমাদের নেত্রী মামনি জানাকে ভয় দেখানোর চেষ্টা করছে। উনি এই সবে ভয় পায়নি। কাঁথি কন্টাই সমবায় নিয়ে কোর্টে যাওয়ার প্রশ্নের উত্তরে বলেন। বিজেপি ভোটের লড়েন। যেভাবে ভোট লুট হয়েছে দেখবেন এই ভোটটা অবৈধ। ভোটটা বাতিল হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI