দিল্লিতে গিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী, মমতাকে নিয়ে মন্তব্য ইন্ডিয়া জোটের পথে বাধা হতে পারে

Published : Jun 08, 2024, 10:12 PM IST
Congress high command allied with Mamata without giving importance to Adhir Chowdhurys comments bsm

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনে হারের পাঁচ দিন পরে আবারও দিল্লিতে বসে বিস্ফোরক অধীর চৌধুরী। তিনি বলেন, বহরমপুরে নির্বাচনে জিততে দাঙ্গা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

টানা ২৫ বছরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। বহরমপুর কেন্দ্র তাঁর খাস তালুক। কিন্তু এবার হারতে হয়েছে রাজনীতিতে আনকোরা তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে। কিন্তু হার মানতে রাজি নন অধীর। ঘনিষ্ট সূত্রের খবর হারের পর কংগ্রেস হাইকম্যান্ডের ফোন পাননি তিনি। যদিও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর বৈঠকে যোগ দিলেই সেখানে রয়েছেন। অন্যদিকে ইন্ডিয়া জোটের সদস্য হিসেবে দিল্লিতে বিশেষ অভ্যর্থনা পেয়েছেন অভিষেক। তাতেই কি বেজায় চটেছেন অধীর - তাই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষ। কারণ বিরোধী জোন ইন্ডিয়ার স্বার্থে অনেকেই ভেবেছিলেন অধীর চুপ করে থাকবেন। কিন্তু এবার হল তার উল্টো।

লোকসভা নির্বাচনে হারের পাঁচ দিন পরে আবারও দিল্লিতে বসে বিস্ফোরক অধীর চৌধুরী। তিনি বলেন, 'বহরমপুরে নির্বাচনে জিততে দাঙ্গা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতাকে সরসারি দাঙ্গাবাজ বলে অভিযুক্ত করছি।' এখানেই শেষ নয় অধীর উবাচ। তিনি আরও বলেন, 'বহরমপুরের মানুষ খুব শীঘ্রই বুঝবে লোকসভা নির্বাচনে জিততে কী ভয়ঙ্কর খেলাটা খেলেছেন মমতা। ' তিনি আরও বলেন, রাম নবমীর দিন থেকেই তাঁকে হারানোর চক্রান্ত করেছেন মমতা। যদিও

অধীর চৌধুরীর সঙ্গে মমতার বিবাদ চলছে ভোটের আগে থেকেই। আসন বন্টন নিয়েঅধীর-মমতা দ্বৈরথ দেখেছে গোটা বাংলা। কিন্তু ভোট এখন অতীত। ইন্ডিয়া জোটের সদস্য হিসেবে আপাতত ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। সেখানেই অধীর চৌধুরীর এই মন্তব্য জোটের ঐক্যের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও অধীরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'নাচতে না জানলে উঠান বাঁকা! কাজ করেননি বলে জনগণ প্রত্যাখ্যান করেছেন। সেটা মানতে না পেরে এখন উল্টোপাল্টা কথা বলছেন। '

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে