ধেয়ে আসছে কালবৈশাখী, বিপদ এড়াতে আগে থেকে পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন

রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাসে সতর্ক শিয়ালদহ ডিভিশন। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে গাড়িকে বাঁধা, নদী ব্রিজে নজরদারি ও গাছের ডাল ছাঁটা। আপৎকালীন কর্মী ও চালকদের প্রস্তুত রাখা হয়েছে।

রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী ২০ থেকে ২২ মার্চ হতে পারে ঝড় বৃষ্টি। এমনই আগে থেকে জানিয়েছে আবহাওয়া দফতরা। যার জেরে ট্রেন চলাচল থেকে রক্ষণাবেক্ষণ নিয়ে আগে থেকে সতর্ক হয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

জানা গিয়েছে, বৃহস্পতিহাক থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হবে। এই ঝড়ের কারণে কারসেড এলাকায় একাধিক গাড়ি গড়িয়ে গিয়ে বিপত্ত হতে পারে। সে কারণে ট্রেনগুলো চেন দিয়ে বাঁধা হচ্ছে। পাশাপাশি নদী ব্রিজগুলো থেকে লাইনের পথের সড়ে দুর্ঘটনা যাতে না ঘটে তাতে নজরদারি করা হচ্ছে। সঙ্গে সিগন্যাল পয়েন্টের বিপত্তি এড়ানোর থেকে শুরু করে ওভারহেড তার রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে।

Latest Videos

এরই সঙ্গে লাইনে গাছের ডাল পড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তাই আগে ছেরে গাছের ডাল কাটার কথা হচ্ছে। পাশাপাশি তার ছিঁড়ে পড়লে যথা সময় যাতে কাজ শুরু করা যায় তার দিকে নজর দেওয়া হচ্ছে। টাওয়ার ভ্যান বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হবে স্টেশনের এড্রেস সিস্টেমে- জানানো হয়েছে এমনটাই।

এরই সঙ্গে আপৎকালীন কর্মী, চালক এবং গার্ডদের অফিসে আগাম হাজির থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দফতরে। পরিস্থিতি খারাপ হলে ট্রেনের গতি কম করান হবে বলে জানা গিয়েছে। তেমন প্রয়োজনে ট্রেন দাঁড় করিয়ে রাখা হবে বলে জানা গিয়েছে।

আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ শিলাবৃষ্টি হতে পারে। জেলায় জেলায় কমলা ও হলুদ সতর্কতা। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে জেলা গুলোতে। আজ আবহাওয়া দফতরের খবর অনুসারে, উত্তরের জেলগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে। এই কারণে আগে থেকে নেওয়া হল সতর্কতা। বিপদ এড়াতে আগে থেকে পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন।

 

 

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী