ব্রিটেনে বাংলার ভাবমূর্তি নষ্টের চক্রান্তের পর্দাফাঁস মমতার, বললেন 'আমাকে অপমান করতে পারো'

Mamata On Britain Visit: 'আপনারা আমাকে অপমান করতে পরেন। আমাকে অপমান করুন। কিন্তু বিদেশে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না।' ব্রিটেনে যাওয়ার আগে এমনইটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Mamata On Britain Visit:'আপনারা আমাকে অপমান করতে পরেন। আমাকে অপমান করুন। কিন্তু বিদেশে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না।' ব্রিটেনে যাওয়ার আগে এমনইটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ২২ মার্চ ব্রিটেন সফরে যাচ্ছেন। তার আগেই তিনি বিরোধীদের কাছে ব্রিটেনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট না করার আবেদন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'আমার ব্রিটেন সফরের সময়, আমার কিছু ব্যবসায়িক সভা আছে এবং ২৪শে মার্চ ভারতীয় হাই কমিশনে একটি অনুষ্ঠান, ২৬শে মার্চ একটি G2G প্রোগ্রাম এবং ২৭শে অক্সফোর্ডে একটি G2G প্রোগ্রাম রয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও এসেছিলেন।' তিনি ২৮ মার্চ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন। মমতা আরও বলেন, 'ঈদ উৎসব এবং বাসন্তী পূজা আছে, তাই আমাকে ফিরে আসতে হবে। যেকোনও জরুরি পরিস্থিতির জন্য আমি একটি টাস্ক ফোর্স প্রস্তুত করছি। চিকিৎসা, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, আমাদের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মহারাষ্ট্র যদি ভারতের আর্থিক রাজধানী হয়, তাহলে বাংলাও ভারতের সাংস্কৃতিক রাজধানী। আমি কিছু ইমেল, চিঠি এবং হোয়াটসঅ্যাপ বার্তা সম্পর্কে জানতে পেরেছি যা কিছু বিরোধীরা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাচ্ছে। আপনারা আমাকে অপমান করতে পারেন কিন্তু বিদেশে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না। ' একই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সচেতন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনিও আশঙ্ক করেছেন বিদেশে মমতাকে ঘিরে বিক্ষোভ দেখান হতে পারে।

Latest Videos

গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ম গ্লোবাল বিজনেস সামিট-এ ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন রাজ্য সরকার সামিটে ৪.৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। সেই সময়ই মমতা বলেছিলেন, 'আমরা জনগণকে বিভক্ত করি না। আমরা তাদের ঐক্যবদ্ধ করি। আমরা প্রতিটি জাতি, ধর্ম, ধর্ম এবং সম্প্রদায়ের মানুষকে সম্মান করি। আমাদের একসঙ্গে আমাদের মতামত বিনিময় করতে হবে। আমাদের অবশ্যই সকল উৎসবে অংশগ্রহণ করতে হবে। সকল উৎসবই আমাদের উৎসব। বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। ৫০০০ এরও বেশি বিনিয়োগকারী এবং প্রতিনিধি বিজিবিএস-এ অংশগ্রহণ করেছেন। এই শীর্ষ সম্মেলনে আমরা বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ২১২টি সমঝোতা স্মারক (MOU) এবং ইন্টেন্ডস স্বাক্ষর করেছি এবং অনেকগুলি চুক্তির প্রক্রিয়াধীন রয়েছে।'

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী