হলফনামায় ৩.৫ কোটি টাকার সম্পত্তি গায়েব অগ্নিমিত্রার, চিঠি দিলেন মেদিনীপুরের ভোটার

Complaints about Agnimitra's affidavit: বিজেপি (BJP) নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের ( Agnimitra Paul) বিরুদ্ধে বড় অভিযোগ। তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তির কথা গোপন করেছিলেন বলেও অভিযোগ।।

 

Complaints about Agnimitra's affidavit: বিজেপি (BJP) নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের ( Agnimitra Paul) বিরুদ্ধে বড় অভিযোগ। ২০২৪ সালের লোকসভা ভোটে প্রার্থী হয়ে হলফনামা জমা দিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানেই তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তির কথা গোপন করেছিলেন বলেও অভিযোগ।। মঙ্গলবার এই অভিযোগ করে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি ও রজ্যপলকে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায়। ২০২৪ সালো লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পল।

ভোটার শ্যামল রায়ের আরও অভিযোগ অগ্নিমিত্রা পল হলফনামায় নিদের স্বমীর আয়ের হিসেবও উল্লেখ করেননি। তবে এখনও অগ্নিমিত্রা পল এই বিষয়ে বিস্তারিত জানেন না। সমস্ত বিষয় নিজে জেনে তারপরই এই বিষয়ে প্রক্রিয়া দেবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল।

Latest Videos

মেদিনীপুরের ভোটারের অভিযোগ, ২০২৪ সালে লোকসভা ভোটের আগে প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পল যে হলফনামা দিয়েছিলেন তাতে নিজের সম্পত্তির কথা গোপন করেছিলেন। তাঁর এই পদক্ষেপ ১৯৫১ সালের জনগণের প্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারার পরিপন্থী। শ্যামলের দাবি কলকাতার বালিগঞ্জে ১৩০০০ স্কোয়ারফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রার। ঠিকানা ৫০বি হাজরা রোড। কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রয়েছে এটি। ওই একই ঠিকানায় ২০০ বর্গফুটের একটি গ্যারেজও রয়েছে অগ্নিমিত্রার নামে। শ্যামলের দাবি, ২০২২ সালের ৮ জুলাই ওই সম্পত্তির নথিভুক্তকরণ হয়েছে অগ্নিমিত্রার নামে। নথিভুক্তকরণের প্রক্রিয়া শেষ হয়েছে ওই বছরেরই ১২ জুলাই। শ্যামলের অভিযোগ অগ্নিমিত্রা যে হলফনামা দাখিল করেছিলেন তাতে এই সম্পত্তির কথা উল্লেখ করেননি। তাতেই তিনি অগ্নিমিত্রার বিরুদ্ধে জনপ্রতিনিধি আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি নিজের দাবির সমর্থনে কিছু নথি কমিশনকেও পাঠিয়েছেন।

হলফনামায় অগ্নিমিত্রা জানিয়েছিলেন অগ্নিমিত্রা ২০২২-২৩ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৬০ টাকা। আগের বছর তাঁর আয় ছিল ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০টাকা। তার আগের বছর ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। ২০১৮ সালে তিনি ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা আয় করেছিলেন। গত বছর তাংর স্বামী পার্থ পলের আয় ছিল ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ টাকা। তার আগের বছরের আয় ছিল ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী অগ্নিমিত্রা পলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। অগ্নিমিত্রা ঋণ রয়েছে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা। অগ্নিমিত্রার বিনিয়োগের পরিমাণও চোখ কপালে তোলার মত। এসবিআই, আইসিআইসিআই-সহ সরকারি বেসরকারি ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে ৪৩ হাজার ৩৯১ টাকা। স্বামীর হাতে থাকা নগদের পরিমাণ জানা নেই বলেও জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা ২ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকা গোল্ড বন্ডে বিনিয়োগ করেছেন। মিউচুয়াল ফান্ডে রয়েছে ৩৩ লক্ষ ২০ হাজার ১৫৫ টাকা। শেয়ার মার্কেটে রয়েছে ৩ হাজার ৬০০ টাকা। লক্ষাধিক টাকার জীবনবিমা কয়েছে। মেডিক্যাল ইনস্যুওরেন্স রয়েছে। সোনার গয়না রয়েছে ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকা। তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৯৬৪ টাকা। স্বামীর সম্পত্তির হিসেব তাঁর জানা নেই।

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের বিসর্জনের আগে রাজ্যে কোন চাকরি হচ্ছে না' সাফ বুঝিয়ে দিলেন | Suvendu Adhikari on OBC
আজ বারুইপুরে 'দম' দেখাবেন শুভেন্দু! ব্যাকফুটে তৃণমূল! দেখুন | Baruipur BJP News Today | Suvendu News
'এই নিকম্মা গুলো কেন আছে! সভার জন্য হাইকোর্ট যেতে হচ্ছে' ধুয়ে দিলেন দিলীপ | Dilip Ghosh Latest News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
‘Mamata Banerjee-র নিজের নাম হবে না বলে কেন্দ্রের সাহায্য নিচ্ছেন না!’ তীব্র আক্রমণ Dilip Ghosh-এর