পয়লা বৈশাখে সাঁড়াশি অভিযান সিবিআই-এর, তৃণমূল বিধায়কের বাড়িতে ২৪ ঘণ্টা তল্লাশি- নজরে বিভাস অধিকারী

অমিত শাহের সফরের পরই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎপর সিবিআই। মুর্শিদাবাদের বড়োঞার বিধায়র জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি। অভিযান বিভাস অধিকারীরের বাড়িতে।

 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাঁড়াসি অভিযান সিবিআই-এর। পয়লা বৈশাখের দিনেরও বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাসি। যদিও তল্লাশি শুরু হয়েছিল চৈত্র সংক্রান্তি অর্থাৎ ১৪ এপ্রিল। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালান হয়। অন্যদিকে সিবিআই-এর নজরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীও। তাঁর কলকাতার ফ্ল্যাট ও নলহাটির বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর দুই জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে।

জীবন কৃষ্ণ সাহাঃ

Latest Videos

মুর্শিদাবাদের বড়োঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ অধিকারী। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি রয়েছে তাঁর বাড়িতে। সেই নথির সন্ধানেই শুক্রবার সিবিআই তাঁর আন্দিগ্রামের বাড়িতে তল্লাশি চালায়। সিবিআই সূত্রের খবর বিধায়কের বাডিতে সিবিআই তল্লাশি চালানোর সময়ই তিনি তাঁর দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। তারপরই সিবিআই স্যালো পাম্প এনে পুকুরের জল ছেঁচে ফেলে দিয়েছে। উদ্ধার করেছে দুটি মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও মেমারি কার্ড। সিবিআই কর্তাদের অনুমান তাতে রয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স। ২৪ ঘণ্টা পরেও বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও নথি যাতে খোয়া না যায় তারজন্য সিবিআই তাঁর বাড়ি ও বাড়িরে আশপাশের এলাকাতেও তল্লাশি চালায়। বাদ যায়নি বাড়ির আস্তাকুঁড়ও।

বিভাস অধিকারীঃ

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম উঠেছিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। এদিনও তাঁর কলকাতার শিয়ালদহের কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। স্থানীয়দের অভিযোগ এখান থেকেই টাকার বিনিময় চাকরি বিক্রি করত বিভাস ও তার দলবল। দীর্ঘ সময় তল্লাশি চাবিয়ে যাওয়ার সময় ফ্ল্যাট সিল করে দিয়ে গেছে সিবিআই কর্তারা। তবে এদিন সকাল থেকেই তাঁর নলহাটির প্রাসাদমপ বাড়ি ও আশ্রমে তল্লাশি চালাচ্ছে সিবিআই কর্তারা। সিআরপিএফকে সঙ্গে নিয়েই তল্লাশি চালাচ্ছে সিবিআই। সার্চ ওয়ারেন্ট নিয়ে সিবিআই কর্তারা বিভাসের আশ্রমেও হানা দেয়। সিবিআই সূত্রের খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় ভূমিকা রয়েছে বিভাসের। কাদের কত টাকার বিনিয়ম সে চাকরি দিয়েছে তাও জানার চেষ্টা করছে সিবিআই। বর্তমানে বিভাসের দুই ছেলেও সিবিআ-এর নজর রয়েছে। সিবিআই কর্তাদের অনুমান ২০১৭ সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে বিভাসই ছিল অন্যতম কাণ্ডারী। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতির মাথার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। এর আগেও বিভাসকে জিজ্ঞাসাবাদ করেছিল, তল্লাশি অভিযান চালিয়েছিল। কিন্তু সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুনঃ

তৃণমূলের মত দলের সঙ্গেও কথা বলা হবে, কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর বললেন শরদ পাওয়ার

কেমন দেখতে ছিল সত্যিকারের ভগবান শ্রীরামকে? পুরা কাহিনির রাম AIএর পাতায় জীবন্ত

অমিত শাহের বীরভূম সফরকে কেন্দ্র করে তৃণমূল -বিজেপি তরজা, MGNREGS প্রকল্প ইস্যু

 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya