২১ জুলাইয়ের কর্মসূচির পরের দিনই দিল্লি যাত্রা শুভেন্দু অধিকারীর, রয়েছেন একগুচ্ছ কর্মসূচি

Published : Jul 20, 2025, 02:50 PM IST

দিলীপ ঘোষের পর এবার শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। সূত্রের খবর ২১ জুলাই বিজেপির কর্মসূচির পরের দিন অর্থাৎ ২২ জুলাই রাজধানীতে যাচ্ছেন নন্দীগ্রামের সাংসদ।

PREV
110

দিলীপ ঘোষের পর এবার শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। সূত্রের খবর ২১ জুলাই বিজেপির কর্মসূচির পরের দিন অর্থাৎ ২২ জুলাই রাজধানীতে যাচ্ছেন নন্দীগ্রামের সাংসদ।

210

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অনুষ্ঠান রয়েছে কলকাতায়। ওই দিনই বিজেপি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।

310

২১ জুলাইয়ের দিনই বিজেপির যুব মোর্চার অনুষ্ঠান যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে এই এই কর্মসূচির পরই দিল্লি সফর করবেন বিরোধী দলনেতা।

410

বিজেপির সূত্রের খবর ২২ জুলাই দিল্লিতে যাবেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন- তা নিয়ে তিনি শুধু জানিয়েছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করতে তিনি দিল্লি যাচ্ছেন।

510

যদিও বিজেপি সূত্রের খবর, এই দিল্লি সফরে শুভেন্দু অধিকারী রেলমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন বিজেপির কেন্দ্রীয় নেতা ও কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সেই কারণেই শুভেন্দুর এই দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

610

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এটাই হবে শুভেন্দু অধিকারীর প্রথম দিল্লি সফর। বিজেপি সূত্র্র খবর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় কোন্দর যাতে প্রকাশ না হয় তারজন্যও বিরোধী দলনেতাকে বার্তা দেওয়া হতে পারে। দিলীপ ঘোষকেই এই নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বারবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করা হয়েছে।

710

অন্যদিকে আগস্ট আরজি করের নির্যাতিতার বাবা ও মা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে বিজেপি পতাকা ছাড়ই যোগদান করবে। জেলা থেকে নেতা কর্মীরা সেই অভিযানে যোগ দিতে চায়। তাদের জন্য বিশেষ ট্রেনের কোচের ব্যবস্থা করার জন্যই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু।

810

বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, দূরদূরান্তের জেলা থেকে যাঁরা ওই কর্মসূচিতে যোগদান করতে চান, তাঁদের জন্য অতিরিক্ত রেলের কোচ সংযোজনের আবেদন রেলমন্ত্রীর কাছে জানাবেন শুভেন্দু

910

বাড়তি কোচে যে পরিমাণ মানুষ কলকাতা থেকে যাতায়াত করবেন, তাঁদের জন্য টিকিটের বন্দোবস্ত করবেন বিরোধী দলনেতা। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি।

1010

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, নবান্ন অভিযানের কর্মসূচির পাশাপাশি রাজ্যে চলা বেশ কিছু রেল প্রকল্পের কাজ নিয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন নন্দীগ্রাম বিধায়ক। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই কাজ শুরু করে দিতে চান শুভেন্দু অধিকারী।

Read more Photos on
click me!

Recommended Stories