বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে, এবার হয়তো ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। কারণ, গত কয়েক মাস ধরে দলের অন্দরে যেভাবে ব্রাত্য হচ্ছিলেন তিনি। তাতে এই আলোচনায় উঠে আসছিল।
28
দিলীপে জল গলল বিজেপির!
দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীকের অভিষেকের পরই যেন ফের পুরনো ফর্মে ফিরে এসেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শমীক বরণের অনুষ্ঠানে ডাক না পেলেও পরে গিয়ে দেখা করে এসেছেন তিনি। আর তারপরই শুরু হয়েছে নতুন করে জল্রনা, তাহলে কী এবার দিলীপ ঘোষকে নিয়ে বরফ গলল বিজেপির অন্দরে!
38
দিলীপের মন্তব্যে ক্ষুদ্ধ দল
জানা গিয়েছে, শুক্রবার যখন বঙ্গ সফরে ছিলেন মোদী ঠিক সেসময়ই দিল্লিতে ডাক পড়েছিল বাংলার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কানাঘুঁষো শোনা গিয়েছিল যে, দিলীপের দুটি মন্তব্যে নাকি ক্ষুদ্ধ দল।
শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট কিছু না জানালেও তাঁকে যে আরও সংযত হয়ে কথা বলার বার্তা দেওয়া হয়েছে তা স্পষ্ট।
58
দিলীপকে নতুন দায়িত্ব?
এই ববিষয়ে দিলীপ ঘোষ জানান, এখন দায়িত্ব কী করে দেবে। বৈঠক করার জন্য ডেকেছিল। সেটাই জরুরি ছিলো। পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই দলের সবাইকে মেনে চলতে হবে। প্রতি তিনবছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়।
68
দিল্লি যাওয়া নিয়ে দিলীপের সাফাই
এর আগে যদিও দিলীপ ঘোষ বলেছিলেন, ‘’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমায় কোথায় রাখা হবে, কোথায় বসানো হবে তা নিয়ে অস্বস্তি তৈরি হত। আমি তাই ঠিক করলম যাব না। পরে সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম।''
78
একুশে জুলাই কোথায় থাকবেন দিলীপ ঘোষ?
সোমবার ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। সেদিন কী একুশের মঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে? এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছেন দিলীপ ঘোষ।
88
২১ তারিখের চমক নিয়ে বার্তা
এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘’একুশে জুলাই খড়গপুরে দলের প্রোগ্রামে থাকব। তৃণমূলের হিংসার ২৫০ জন। তাঁদের শ্রদ্ধা জানাব।'' শুধু তাই নয়, দিলীপ ঘোষের সাফ কথা- ২১ জুলাই দেখুন না কী হয়!