এক কাপ চায়ে চুমুক দিলে গুণতে হবে ৫০০ টাকা! পর্যটকদের জন্য তৈরি হচ্ছে পুজো স্পেশ্য়াল 'সোনার চা'

Published : Sep 14, 2025, 10:55 AM IST

North Bengal Tea: উৎসবের মরশুমে পাহাড়ে ঘুরতে গেলে চা প্রেমীদের জন্য রয়েছে এক আকর্ষণীয় উপহার। এবার পাহাড়ে একান্তে সময় কাটানোর পাশাপাশি চুমুক দিতে পারবেন সোনার চায়ে! কীভাবে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটে গ্যালারি…

PREV
15
উত্তরবঙ্গের চায়ে নতুন চমক

আসন্ন দুর্গা পুজোর ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা থাকলে আপনার জন্য অপেক্ষা করছে একেবারে নতুন একটি চমক। জানা গিয়েছে, এবার ডুয়ার্সে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে বিশেষ চা। যার এক কাপের দাম ৫০০ টাকা। পুজোর ছুটিতে এই চায়ে চুমুক দেওয়ার সুযোগ মিলবে পর্যটকদের কাছে।  

25
গোল্ড টি

আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান তৈরি করছে একটি বিশেষ ধরনের গোল্ড টি। যা সাধারণ চায়ের সঙ্গে সোনা বা ভোজ্য ‘এডিবেল গোল্ড’ মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে। শুধু তাই নয়, এই চা খুব শীঘ্রই পাড়ি দেবে ব্রিটেন এবং দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারে।  

35
প্রতি কেজি চায়ের দাম কত?

ডুয়ার্সের জনপ্রিয় এই গোল্ড টি-র প্রতি কেজির দাম একলক্ষ টাকা। জানিয়েছেন, মাঝেরডাবরি চা বাগানের  ম্যানেজার চিন্ময় ধর। তার দাবি, অর্থোডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। 

45
ওয়াইন টি

তবে শুধু গোল্ড টি-ই নয়। উৎসবের মরশুমে জলপাইগুড়িতে  গেলে স্বাদ নিতে পারবেন ফিমেল টি, ওয়াইন টি, বাঁশপাতার চা। এই বিষয়ে চা কন্যা শ্যামাশ্রী রায় জানিয়েছেন যে, এই ওয়াইন টি তৈরি করা হয় রোজমেরি, রোসেল, গোলাপ, মৌরি, স্টিভিয়া ও মিন্টের সংমিশ্রণে। আইস টি হিসেবেও এই চা খেতে দারুণ লাগে।

55
আকর্ষণীয় চা

চা বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এবার পুজোয় পর্যটকরা শুধু পাহাড় ভ্রমণই নয়, গোলাপ-জবা, অপরাজিতা ফুলের নির্যাসে তৈরি চা ও খেতে পারবেন। তাহলে আর দেরী কেন? পুজোয় কদিনের ছুটিতে বেড়িয়ে পড়ুন উত্তরবঙ্গর সফরে। 

Read more Photos on
click me!

Recommended Stories