তবে শুধু গোল্ড টি-ই নয়। উৎসবের মরশুমে জলপাইগুড়িতে গেলে স্বাদ নিতে পারবেন ফিমেল টি, ওয়াইন টি, বাঁশপাতার চা। এই বিষয়ে চা কন্যা শ্যামাশ্রী রায় জানিয়েছেন যে, এই ওয়াইন টি তৈরি করা হয় রোজমেরি, রোসেল, গোলাপ, মৌরি, স্টিভিয়া ও মিন্টের সংমিশ্রণে। আইস টি হিসেবেও এই চা খেতে দারুণ লাগে।