PLANCKS Examination 2025: বড্ড কঠিন ফিজিক্স! পদার্থবিদ্যায় বিশ্বমঞ্চে বাঙালি পড়ুয়াদের দাপটে, শুভেচ্ছা বার্তায় ভরালেন মুখ্যমন্ত্রী

Published : Jun 12, 2025, 11:54 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

PLANCKS Exam 2025: কঠিন ফিজিক্স! বিশ্বের অন্যতম সেই কঠিন পরীক্ষায় অভাবনীয় ফল করে তাক লাগিয়ে দিলো বাঙালি পড়ুয়ারা। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

PLANCKS Exam 2025: বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষায় দেশের নাম উজ্জ্বল করলেন তিন বাঙালি-সহ চার পড়ুয়া। 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-র দ্বাদশ সংস্করণে ষষ্ঠ স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিটউট অফ সায়েন্সের (আইআইএসসি) একটি দল।

জানা গিয়েছে, স্নাতক স্তরের মোট চার পড়ুয়াকে নিয়ে সেই দল তৈরি করা হয়।তাঁদের মধ্যে তিনজনই (সুস্মিত রায়, অভীক দাস এবং ঋতব্রত ঘোষ)ছিলেন বাঙালি। সেইসঙ্গে ছিলেন সিমর নারুলা। তাঁরা চারজন মিলে ভারতকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন, যা আগে কখনও সম্ভব হয়নি। এবারই 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-এ সবথেকে ভালো র‍্যাঙ্ক কখনও করেনি ভারত। তাদের এই সাফল্য কে কুর্নিশ জানিয়েছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও জানা গিয়েছে, বাংলার যে পড়ুয়ারা বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তাঁদের মধ্যে অভীক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিলেন। ২০২২ সালের মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন। আর ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। পাশাপাশি, রাজ্য জয়েন্ট পরীক্ষায় অর্জন করেছিল সপ্তম স্থান এছাড়াও জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অভীক ছিলেন দেশের মধ্যে ৬৯তম স্থানে।

অন্যদিকে আবার, সুস্মিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করে আইআইএসসি বেঙ্গালুরুতে পড়েছেন। আর ঋতব্রত নদীয়ার চাকদহের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের পড়ুয়া ছিলেন। একাধিক সর্বভারতীয় পরীক্ষায় দারুণ ফল করেছেন। আর সেই ধারা অব্যাহত রেখে সিমর, অভীক, সুস্মিতের সঙ্গে জুটি বেঁধে 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-এ ভারতের নাম উজ্জ্বল করেছেন,সাফল্য অর্জন করেছেন।

উল্লেখ্য,  গত মে মাসে স্পেনের বার্সেলোনায় 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-র আয়োজন করেছিল রয়্যাল স্প্যানিশ সোসাইটি অফ ফিজিক্স এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফিজিক্স। যেটিকে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়।ফিজিক্স বা পদার্থবিদ্যার বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের কতটা জ্ঞান আছে, তা খতিয়ে দেখা হয় 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-এ।

সেই কঠিন পরীক্ষায় সাফল্য লাভের পর ঋতব্রত, সুস্মিত এবং অভীকদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, , ''ঋতব্রত, সুস্মিত এবং অভীক আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদার ঋতব্রত এবং সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।'' 

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘’ওদের স্নেহশীল বাবা-মা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক - এই কামনা করব।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের
শুভেন্দু অধিকারীর মাকে কটুক্তি, তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির মহিলা মোর্চার